হঠাৎ ইউক্রেনে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী! কী আলোচনা হল জেলেনস্কির সঙ্গে?
April 9, 2022 | < 1min read
ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেনে হাজির হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ছবি সৌঃ ফেসবুক /andrij.sybiha.7
কাকপক্ষীও ঘুনাক্ষরে টের পায়নি। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে আচমকাই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হাজির হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাজধানী কিভে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন তিনি।
Today I met my friend President @ZelenskyyUa in Kyiv as a show of our unwavering support for the people of Ukraine.
We're setting out a new package of financial & military aid which is a testament of our commitment to his country's struggle against Russia’s barbaric campaign. pic.twitter.com/KNY0Nm6NQ3
ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, বরিসের ইউক্রেন সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠকের ছবি ব্রিটেনে ইউক্রেনের দূতাবাসের তরফে টুইটারে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ওই ছবির বিবরণীতে শুধু লেখা, ‘চমক’।
সূত্রের খবর, রাশিয়ার সামরিক অভিযানের আবহে গত মাসেই ইউক্রেন সফর করার কথা ভাবছিলেন বরিস। প্রশাসনিক কর্তাদের ইউক্রেন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সব বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছিলেন তিনি। এর পরেই সম্ভব হল দুই দেশের রাষ্ট্রনায়কের বৈঠক।