দেশ বিভাগে ফিরে যান

অনেকটাই সস্তা হল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, জেনে নিন নতুন দাম কত

April 9, 2022 | < 1 min read

এক ধাক্কায় অনেকটা কমল করোনার ভ্যাকসিনে দাম। শনিবার প্রথমে কোভিশিল্ডের নতুন দামের ঘোষণা করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। ঘোষিত হয় কোভ্যাক্সিনের দামও। কত হল দুই ভ্যাকসিনের (Covid-19 Vaccine) নতুন দাম?

দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ (Booster Dose) চালু করেছে মোদি সরকার। রবিবার থেকে সেই কর্মসূচি শুরু হচ্ছে। বুস্টার ডোজ মিলবে বেসরকারি হাসপাতালে। বুস্টার ডোজ শুরুর আগেই কমানো হল ভ্যাকসিনের দাম।

আদর পুনাওয়ালার (Adar Punawala) ঘোষণা অনুযায়ী, কোভিশিল্ডের (Covishield) নয়া দাম দাঁড়াল ২২৫ টাকা। যা আগে ছিল ৬০০ টাকা। এ প্রসঙ্গে সেরাম কর্তা জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত।

শুধু কোভিশিল্ড নয়, দাম কমেছে ভারত বায়োটেকের (Bharat Biotech) কোভ্যাক্সিনেরও। এতদিন বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের ((Covaxin Price) দাম ছিল ১২০০ টাকা। বর্তমানে এই করোনা টিকার দাম হল ২২৫ টাকা। ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা এই ঘোষণা করেন।

এক ধাক্কায় অনেকটা কমল করোনার ভ্যাকসিনের মূল্য! কত হল নতুন দাম?

TwitterFacebookWhatsAppEmailShare

#Covaxin, #covid-19 vaccine, #Covishield, #booster dose

আরো দেখুন