খেলা বিভাগে ফিরে যান

আইপিএলের দশটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে হবে তথ্যচিত্র! উদ্যোগে বিসিসিআই

April 9, 2022 | 2 min read

গ্রাফিক্স সৌঃ ক্রিকফোক

ডিজনি হটস্টারে ‘রোর অফ দ্য লায়ন’ দেখেছেন নিশ্চয়ই? সেই যে, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের পুনরুত্থানের কাহিনি। আইপিএল স্পটফিক্সিংয়ের কলঙ্কের কালিঝুলি নিয়ে দু’বছরের নির্বাসনে চলে যেতে হয় চেন্নাইকে (CSK)। ২০১৮ সালে তারা ফিরে আসে, এসে আইপিএল চ্যাম্পিয়নও হয়। কলঙ্কের সেই অন্ধকার সময়ে চেন্নাই সুপার কিংস ক্রিকেটারদের উপর দিয়ে কতটা ঝড়-ঝাপটা বয়ে গিয়েছিল, আছে সেই তথ্যচিত্রে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পাঁচবারের আইপিএল জয়ের গরিমা, তার রহস্য ঠিক যেমন আছে নেটফ্লিক্সে। সেটাও একটা ডকুমেন্টারি সিরিজ। কিন্তু আইপিএলের সব ক’টা টিমকে নিয়ে কোথাও কিছু আছে?

নাহ্ নেই। তবে আসছে। শুনতে যতই অবাক লাগুক, আইপিএলের দশটা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তথ্যচিত্র তৈরির কাজ চলছে। আর সেটা করছে, ভারতীয় বোর্ড (BCCI)। আইপিএল এবার থেকে আট নয়, দশ টিমের। নতুন দুই টিম গুজরাট টাইটান্স আর লখনউ সুপার জায়ান্টসের অন্তর্ভুক্তি ঘটেছে। তাই দশ টিমকে নিয়ে তথ্যচিত্র। অর্থাৎ, আপনার প্রিয় টিম যে-ই হোক, চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্স (KKR)। আপনার প্রিয় ক্রিকেটার যিনিই হোন, বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি- সবার সব কিছু ধরা থাকবে একটা তথ্যচিত্রে। মানে, রোহিত শর্মার ড্রেসিংরুমের বাইরের জীবনটা কেমন? বা জিমে বিরাট কোহলি ঠিক কী কী করেন, ব্রেকফাস্ট টেবিলে কেকেআর ক্রিকেটাররা কে কী করেন, সেই সব। সব এক জায়গায়।

বোর্ডমহল থেকে শোনা গেল, পুরো কর্মযজ্ঞে টিম পিছু পাঁচজন করে ‘ক্রু’ রাখা হয়েছে। অর্থাৎ, দশটা টিম মিলিয়ে সম্মিলিত ভাবে পঞ্চাশ জন ‘ক্রু’। তাঁদের উপর আছেন আবার একজন। শোনা গেল, সবাইকে রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। সেখানে থেকেই তাঁরা শুটিং ইত্যাদি করছেন। ব্যাপারটা অভিনব। কারণ, আজ পর্যন্ত আইপিএল (IPL 2022) টিমকে নিয়ে যা হয়েছে, সবই সেই ফ্র্যাঞ্চাইজির প্রয়াসে। বোর্ড এভাবে কখনও কিছু করেনি।

কিন্তু এহেন তথ্যচিত্র দেখানো হবে কোথায়? নির্দিষ্ট করে কিছু জানা গেল না। তবে কোনও ওটিটি প্ল্যাটফর্মেই হবে। তা হোক। যেখানেই হোক। ব্যাপারটা যে উপভোগ্য হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মাঠের আইপিএল যুদ্ধের ওম উপভোগ করার পর আইপিএলে মাঠের বাইরের দুনিয়ারও যদি হাতেগরম সন্ধান পাওয়া যায়, মন্দ কী?

TwitterFacebookWhatsAppEmailShare

#KKR, #CSK, #IPL 2022, #Cricket, #IPL

আরো দেখুন