দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বগটুইয়ে তৃণমূলের ইফতার পার্টি, উৎসবে মাতলেন গ্রামবাসীরা

April 9, 2022 | 2 min read

বগটুইয়ে তৃণমূলের ইফতার পার্টি, ছবি সৌঃ আজকাল

গ্রাম্য বিবাদ ভুলে ইফতার পার্টিতে মিলিত হলেন বগটুই গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মানুষ।

এই দুই পাড়ার একাংশের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। গ্রামের মানুষের বক্তব্য, অনেক হয়েছে, আর না। ২১ মার্চ বগটুই মোড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ হত্যাকাণ্ড এবং তার পরেই অগ্নিকাণ্ডে মহিলা, শিশু–সহ ৯ গ্রামবাসীর মৃত্যুর ভয়ঙ্কর স্মৃতি মুছে ফেলে শান্তিতে বাস করতে চান। তাই শান্তির জন্য বুধবার সন্ধে থেকে রাত পর্যন্ত বগটুই গ্রামের ইফতার পার্টি হয়ে উঠল গ্রামবাসীদের মিলনোৎসব। গ্রামে অশান্তি দূর হোক, শান্তি ফিরে আসুক, ইফতার পার্টিতে মিলিত হয়ে এই প্রার্থনাই করলেন গ্রামবাসীরা।

ইফতার পার্টিতে যোগ দিয়ে বগটুই কাণ্ডের স্বজনহারা মিহিলাল শেখ বলেন, ‘‌বগটুই গ্রাম এখন স্বাভাবিক ছন্দে ফিরছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় দুষ্কৃতীদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। গ্রামে এখনও যেটুকু ভয়ের পরিবেশ রয়েছে, সেটাকে দূর করার জন্য গ্রামের সবাইকে একসঙ্গে এনে সুন্দর ইফতার পার্টির আয়োজন করার উদ্যোগ নেওয়ার জন্য নতুন ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিকে ধন্যবাদ জানাই।’‌ গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য কদম রসুল শেখ বলেন, ‘‌আমরা এই গ্রামে আর হিংসা চাই না, শান্তি চাই। শান্তির বার্তা দিতেই গ্রামের সবাইকে নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বগটুই গ্রামে এই বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।’‌

নতুন ব্লক তৃণমূল সভাপতিসৈয়দ সিরাজ জিম্মির কথায়, ‘‌বগটুই কাণ্ডের ভয়াবহ স্মৃতি মুছে ফেলে গ্রামের মানুষ যাতে আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসেন, গ্রামে যাতে শান্তি ফিরে আসে, মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে সামনে রেখে এবার একটু বড় করে ইফতার পার্টির উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ইফতার পার্টিতে যোগ দিয়েছেন। গ্রাম থেকে ভয়-ভীতির আবহ দূর করার এই উদ্যোগকে সফল করেছেন।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #bagtui, #Iftar party

আরো দেখুন