ভ্রমণ বিভাগে ফিরে যান

করোনার জের, এবছরও অনিশ্চিত মানস-কৈলাশ যাত্রা

April 10, 2022 | < 1 min read

এবছরও অনিশ্চিত কৈলাশ-মানসরোবর যাত্রা। কারণ, এখনও সরকারের কোনও নির্দেশিকা পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোভিডের বাড়বাড়ন্তের জেরে গত দু’বছর বন্ধ ছিল এই তীর্থযাত্রা। এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা ফের চালু করার কথা ভেবেছিলেন আধিকারিকরা। কিন্তু, কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম (কেএমভিএন)-এর জেনারেল ম্যানেজার এ পি বাজপেয়ি বলেন, ‘আগে বিদেশ মন্ত্রকের নির্দেশের পর জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি শুরু হয়ে যেত। এবছর তা এখনও আসেনি। এখন আর প্রস্তুতির সময় নেই।’

একই কথা শোনা গেল পিথোরাগড় জেলাশাসক আশিস চৌহানের গলায়। তাঁর বক্তব্য, ‘আমরা এখন পর্যন্ত তীর্থযাত্রা সংক্রান্ত কোনও নির্দেশিকা পাইনি। এখন পেলেও লাভ হবে না।’ অন্যদিকে, দু’বছর বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে অমরনাথ যাত্রা। সোমবার শুরু হচ্ছে তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৩০ জুন থেকে সূচনা হবে পবিত্র অমরনাথধাম যাত্রার। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pilgrims, #Manos Sarobar

আরো দেখুন