‘বারাণসীতে মোদী কী?’ বহিরাগত ইস্যুতে পাল্টা আক্রমণে শত্রুঘ্ন
বহিরাগত ইস্যুতে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। আসানসোলে ‘Your Voice’ নামে এক অরাজনৈতিক সংস্থার অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ব্যাখ্যা দেন বহিরাগত তত্ত্বের।
শত্রুঘ্নের কথায় উঠে এসেছে, ‘‘আমি আপনাদের লোক। আমি বহিরাগত হলে ইনসাইডার কে? আসানসোলে ৫০% হিন্দিভাষী ভোট। তুমি তাদের ভোট চাইতে যাচ্ছো। তুমি তাদের নেতা বাছতে দিচ্ছো না। আর আমাকে বহিরাগত বলছো? আমি দেশের মানুষ, আমি দেশের সন্তান। ইন্দিরা গান্ধি থেকে রাহুল গান্ধি। সুচেতা কৃপালিনী থেকে সুষমা স্বরাজ। সবাই অন্য রাজ্যে গিয়ে লড়েছেন ৷ আর আমি বহিরাগত হলে, প্রধানমন্ত্রী তো বারাণসীতে লড়তে এলেন। তাহলে কী করে আমি হলাম বহিরাগত আর উনি হলেন ইনসাইডার। আমি আসলে আপনার লোক ৷ অন্তর্জলি যাত্রা আমার কেরিয়ারের শ্রেষ্ঠ সিনেমা। যা বাংলায় করেছি। আমি এফটিআইতে সুযোগ পেয়ে আমি ক্যালকাটা সেন্টার বাছাই করেছি। আমি বাংলার ভাষা, সংস্কৃতি, মিষ্টি ভালোবাসি ৷ আমি ডাল, মুড়িঘণ্ট, ইলিশ মাছ আর ডাবের জল খাওয়া লোক। এর পরেও আমাকে বাইরের লোক বলে কেন?’’
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ। যিনি আবার শত্রুঘ্নর বন্ধুও বটে। আসানসোলের বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপস্থিতির পাশাপাশি ছিলেন মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসু, চন্দ্রনাথ সিনহা সহ আরও অনেকে। সেখানেই নানা প্রশ্নের মাঝে নিজের স্ট্রাগলের কথা বারবার তুলে ধরেছেন শত্রুঘ্ন। তাঁর কথায় ছিল, ‘‘আমি অটল বিহারী বাজপেয়ীর বিজেপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু সেই বিজেপি আজ আর নেই !’’