দেশ বিভাগে ফিরে যান

এবার রাজ্যসভার বিরোধী পক্ষের নেতাকে জেরা ইডির! মোদীর রাজনৈতিক প্রতিহিংসা?

April 11, 2022 | < 1 min read

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, ছবি সৌঃ ডিএনএ

বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় তাঁকে ইডি অফিসে তলব করা হয়েছিল৷ সোমবার তিনি ইডি অফিসে পৌঁছন৷ সেখানে ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসারদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় কংগ্রেসের রাজ্যসভার সাংসদকে৷

ন্যাশনাল হেরাল্ড, ইয়ং ইন্ডিয়া এবং অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (এজিএল) আর্থিক তছরূপ মামলায় নাম জড়িয়েছে কংগ্রেসের বহু শীর্ষ নেতার৷ দুর্নীতিকাণ্ডে তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি এবং আয়কর দফতর৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, ইয়ং ইন্ডিয়া এবং এজিএলের শীর্ষ পদে ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে৷ তাঁর কাছ থেকে কিছু প্রশ্নের জবাব পেতেই সোমবার তলব করেন তদন্তকারীরা৷

কংগ্রেস মুখপত্র ইংরেজি দৈনিক ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলার তদন্ত চলছে অনেকদিন ধরেই৷ গত বছর এই মামলায় হরিয়ানার পঞ্চকুলায় ৬৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী থাকাকালীন ভূপিন্দর সিং হুডা ক্ষমতার অপব্যবহার করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে একটি জমি স্বল্পদামে পাইয়ে দেন৷ ওই জমির বাজারমূল্য ছিল ৬৪.৯৩ কোটি টাকা৷ যেটি মাত্র ৫৯ লক্ষ ৩৯ হাজার টাকায় পেয়ে যায় অ্যাসোসিয়েটড জার্নাল৷ বলে রাখা ভালো, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিকানাধীন সংস্থা হল অ্যাসোসিয়েটেড জার্নাল৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Congress, #Mallikarjun Kharge

আরো দেখুন