দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ষাঁড়কে ধাক্কা দেওয়ার জের, অফিস টাইমে থমকে গেল শিয়ালদহ-বনগাঁ লোকাল

April 11, 2022 | < 1 min read

ষাঁড়কে ধাক্কা মেরে বন্ধ থাকল রেল চলাচল। সপ্তাহের শুরুতেই ট্রেন বিভ্রাট বনগাঁ-শিয়ালদহ লাইনে। দুর্ঘটনার জেরে ব্যাহত হল ট্রেন পরিষেবা। যার জেরে বিভ্রাটের মুখে পড়লেন নিত্যযাত্রীরা।

একটি দুর্ঘটনা ঘিরে এই বিভ্রাটের সূত্রপাত। সোমবার ডাউন মাঝেরহাট লোকাল সংহতি স্টেশনের কাছে একটি ষাঁড়কে ধাক্কা মারে। ঘটনাচক্রে এর পরই ট্রেনটি থমকে যায়। তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার জেরে কিছু ক্ষণের জন্য থমকে থাকে ট্রেন পরিষেবা। ট্রেনটিকে কোনও রকমে দত্তপুকুর স্টেশনে আনা হয়। এর পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। পরের ডাউন ট্রেন ধরে গন্তব্যে পৌঁছন যাত্রীরা।

দুর্ঘটনার জেরে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। গন্তব্যে পৌঁছতে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত দেরি হয় ট্রেনগুলির। তার জেরে ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। দুর্ঘটনার জেরে ষাঁড়টির মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Accident, #train accident

আরো দেখুন