← বিনোদন বিভাগে ফিরে যান
বিয়ের আগে সঙ্গীত-এ ঋষিকে শ্রদ্ধা জানাবেন রণবীররা, গান গাইবেন আলিয়া
সঙ্গীতে ‘রাজি’র গানে নাচবেন আলিয়া,ঋষি কাপুরের গানে পারফর্ম করবেন রণবীর ও নীতু কাপুর
আলিয়ার সঙ্গীতে পারফর্ম করবেন তাঁর প্রিয় বন্ধু অনুষ্কা রাজন। পারফর্ম করবেন আলিয়ার বোন শাহিন ভাটও।
অন্যদিকে ঋষি কাপুরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তাঁর গানে নাচবেন নীতু কাপুর ও রণবীর কাপুর।
সূত্রের খবর, সঙ্গীতে রাজির গান দিলবরও অর্থাৎ বিদাইয়ের গানে পারফর্ম করবেন কনে আলিয়া।
চেম্বুরের আর.কে হাউসে অনুষ্ঠিত হবে রণবীর ও আলিয়ার সঙ্গীত। পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা থাকবে সেই অনুষ্ঠানে। চার-পাঁচদিন ধরে চলবে রালিয়ার বিয়ের অনুষ্ঠান। পাঞ্জাবী মতে বিয়ে করবেন তাঁরা।
বিয়ের তারিখ নিয়ে ধন্দ থাকলেও জানা গেছে যে,১৩ এপ্রিল বসছে মেহেন্দি ও সঙ্গীতের আসর।