রাজ্য বিভাগে ফিরে যান

LIVE নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই বিতর্কে অগ্নিমিত্রা-কেয়া

April 12, 2022 | 5 min read

শুরু হয়ে গেল ভোট গ্রহণ। ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় আসানসোলের ১৮৭৮ টি বুথ ও বালিগঞ্জ কেন্দ্রের ১০৫১ টি বুথে চলছে ভোট গ্রহণ। আগামী ১৬ই এপ্রিল হবে ভোট গণনা। নির্দিষ্ট সময়ের মধ্যে জোরকদমে প্রচারে ঝড় তুলেছিল তৃণমূল। অনেকটাই ব্যাকফুটে গোষ্ঠীকোন্দলে জর্জরিত গেরুয়া শিবির।

প্রবীণ রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা আসনে ফের নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। অন্যদিকে আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়াই বিজেপির অগ্নিমিত্রা পালের।

লাইভ আপডেট

৫.৪০ঃ ভোটের শেষলগ্নে বালিগঞ্জের সাউথ ক্যালকাটা গার্লস কলেজে উত্তেজনা। ভুয়ো ভোটার অভিযোগে এক মহিলাকে বুথ থেকে বের করে দিল তৃণমূল। নির্দল প্রার্থীর এজেন্ট বলে নিজেকে দাবি করেন ওই মহিলা। যদিও শাসক দলের অভিযোগ বিজেপির হয়ে ভোট দিতে এসেছিলেন ভবানীপুরের ভোটার ওই মহিলা।

৫.৩৫ঃ বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার

৩.০০ বেলা ৩টা পর্যন্ত ভোটদানের হার

আসানসোল: ৫৪ শতাংশ
বালিগঞ্জ: ৩৪ শতাংশ

Image

২:৪৫: থুতনি ধরে ঘুরিয়ে দেওয়া হল ঘাড় – আসানসোলে তৃণমূল কর্মীদের বাঁশ দিয়ে পেটাল অগ্নিমিত্রার নিরাপত্তারক্ষীরা

২:৩৫: আসানসোলের সাতগ্রামে তৃণমূলের অস্থায়ী ক্যাম্প অফিসে উত্তেজনা।

২:২৫: ভোটগ্রহণ নিয়ে উত্তেজনার সৃষ্টি হল বিশপ কলেজে। সিপিআইএম প্রার্থী সায়রা হালিমের দাবি এই বুথে রিগিং করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবি ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। তবে কিছুক্ষণ পরে ইভিএম বদলে দেওয়া হয়।

১:২৪: কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরির উপর হামলার অভিযোগ উঠল। বালিগঞ্জ বিধানসভার বেনিয়াপুকুর বিদ্যাপীঠে গিয়েছিলেন তিনি।

১:১০: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে, প্রভাবিত করছে।

১:০০: পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির পথ আটকে দেওয়ার অভিযোগ উঠল। যদিও এসিপি তাহিদ আনোয়ার জানান, এলাকার ভোটার না হওয়ায় আটকানো হয় জিতেন্দ্রকে।

১:০০: বেলা ১টা পর্যন্তভোটদানের হার 

আসানসোল: ৪৪ শতাংশ 

বালিগঞ্জ: ২৬ শতাংশ

Image

১২:৪৫: দুপুর ১২টা অবধি ৩২টি ভিভিপ্যাট বদল করা হয়েছে, জানাল নির্বাচন কমিশন।

১২:১৫: বালিগঞ্জে সেন্ট লরেন্স স্কুলে উত্তেজনা। এক পুলিশ কর্মীকে ঘিরে ধরার অভিযোগ কংগ্রেস ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

১২:১০: বালিগঞ্জের কমলা চ্যাটার্জি ফর গার্লস স্কুল বুথের ভিতরে কলকাতা পুলিশের উপস্থিত থাকার অভিযোগ। এই নিয়ে ফের বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।

১২.০৫: বারাবনিতে সংবাদমাধ্যমকে খবর সংগ্রহে বাধা। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

১১:৫৩: অগ্নিমিত্রা পালের নিরাপত্তা, নজরদারিতে রাজ্য পুলিশ। অগ্নিমিত্রার সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তাও বাড়ানো হল।

১১:৩৭: বালিগঞ্জে চা-সিঙাড়ায় প্রাতঃরাশ সারলেন বাবুল।

Image

১১:৩৫: রানিগঞ্জের খান্দ্রা এলাকায় ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি পোলিং এজেন্টরা, অভিযোগ তৃণমূলের। প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানালেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ।

১১:২০: কোথাও কোনও রিগিং হয়নি, বিজেপির অভিযোগ উড়িয়ে জানাল নির্বাচন কমিশন

১১:০৫: আসানসোলে ভোট পরিদর্শনে এসে ভোটারদের সেলফির আবদার মেটালেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

Image

১১:০০: সকাল ১১টা পর্যন্ত ভোটেরদানের হার

আসানসোল: ২৯ শতাংশ
বালিগঞ্জ: ১৬ শতাংশ

Image

১০:৪৬: সেন্ট পলস্‌ স্কুলের ভোটকেন্দ্রের ভিতরে দেখা গেল কলকাতা পুলিশকে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বালিগঞ্জের বিজেপি ও কংগ্রেস প্রার্থী

১০:৪০: বালিগঞ্জ নির্বাচনী কেন্দ্রের ১৩৪ এবং ১৯৯ নম্বর বুথে ইভিএম মেশিনে ত্রুটি। নতুন ইভিএম বদলানোর সময়টুকু ভোটগ্রহণ বন্ধ ছিল।

১০:৩৮: বালিগঞ্জের বিশপ কলেজে ভুয়ো ভোটার। সংবাদমাধ্যমকে দেখেই চম্পট দিলেন সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি

১০:৩৬: আসানসোলে ভোট পরিস্থিতি পরিদর্শনে বেরোলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

১০:০৮: আসানসোলের বারাবনিতে ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘোরার অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। রিটার্নিং অফিসারকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে

১০:০৫: বিজেপিকে ভোট দিতে প্ররোচনা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আসানসোলে অভিযোগ তৃণমূলের

১০:০৪: বারাবনিতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাংচুর, রিপোর্ট চাইল কমিশন

৯:৫২: বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর। ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়ালেন প্রার্থী, তুমুল উত্তেজনা।

৯:৪১: নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢোকা যাবে না, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে সতর্ক করল নির্বাচন কমিশন

৯:৩৯: ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপি প্রার্থী কেয়া ঘোষের।

৯:৩৬: বারাবনিতে অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মানুষের

৯:৩৫: ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা ভট্টাচার্য, শারীরিক অসুস্থতার কারণে এবারেও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

৯:৩১: নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে বুথের ভেতর ঢুকলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব তৃণমূল। দেখুন ছবি।

Image

৯:১৯: বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বুথে ঢুকতে বাধা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। বাধা পেয়ে বুথ ছাড়লেন প্রার্থী।

৯:১৭: আসানসোলে সকাল থেকেই বুথমুখি জনতা। চারিদিকেই ভোটের ছবি অবাধ ও শান্তিপূর্ণ।

Image

৯:০১: সাউথ পয়েন্ট স্কুলে উত্তেজনা। মোবাইল ফোন নিয়ে বুথে ভোট দিতে গেলে ফিরিয়ে দেওয়া হয় ভোটারদের। ক্ষুব্ধ সাধারণ মানুষ

৯.০০: সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

আসানসোল: ১৩ শতাংশ
বালিগঞ্জ: ৮ শতাংশ

Image

৮:৪৮: বারাবনিতে যে বুথে একজনের ভোট অন্যের দেওয়ার অভিযোগ উঠেছে, সেই বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন

৮:৩৬: পাণ্ডবেশ্বরে সিপিএমের বুথ এজেন্টের বের করে দেওয়ার অভিযোগ, অস্বীকার শাসক দলের

৮:৩৩: আসানসোলে অণ্ডালের বাকোলায় ৮৭ নম্বর বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

৮:২৭: বালিগঞ্জ বিধানসভার ২২৭ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ। বন্ধ ভোটগ্রহণ।

৮.২৬ আসানসোলের এলআইসি বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

Image

৮:২১: আসানসোলের চেলিডাঙা হাইস্কুলের ৬৮ নম্বর বুথে ইভিএম খারাপ। বেশ কিছুক্ষণ ধরেই ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে অভিযোগ ভোটারদের।

৮:২০: ইভিএম মেশিনের সঙ্গে ভিভি প্যাড কানেক্টেড হচ্ছেনা, ফলে এখনও ভোট গ্রহণ শুরু হল না আসানসোলের সালানপুর ব্লকের বাঁশ কেটিয়ার ৪৪ নম্বার বুথে।

৮:১৯: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের পার্ক লেনের ৬৩ নম্বর বুথে এক ঘণ্টা অতিক্রান্ত হলেও ভোটগ্রহণপর্ব শুরু করা যায়নি। সম্ভব হয়নি মকপোলিংও। জানা গেছে, শুরু থেকেই ভিভিপ্যাট খারাপ।

৮:১৭: অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল বারাবনিতে। অভিযোগ খণ্ডন প্রিসাইডিং অফিসারের

৮:১২: সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে ভোটকেন্দ্রে ঢুকছেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, অভিযোগ করে কমিশনের দ্বারস্থ তৃণমূল

৮:০৭: হাজরায় ল’ কলেজের বুথে কেন্দ্রীয় বাহিনীর পাহারা।

Image

৮:০৫: বালিগঞ্জ ২০৬ নম্বর বুথে ভিভিপ্যাট ঠিকমত কাজ করছে না। ভোট শুরু হতেই অভিযোগ সিপিআইএমের।

৮:০২: জেমুয়ার কালীগঞ্জের ২৩০,২৩১ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

৮:০১: বালিগঞ্জের একাধিক বুথে কলকাতা পুলিশ মোতায়েন, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

৭:৫৮: বালিগঞ্জে জগবন্ধু হাই স্কুলে এবং সইফি হলে ইভিএমে সমস্য। ভোট শুরু হতে দেরি।

৭:৫৫: বালিগঞ্জের পাঠভবন ও মর্ডান হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটি কেয়া ঘোষের।

Image

৭:১৫: ফের বিতর্কে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। নির্বাচনের দিন সকালে ফের ‘মারের বদলা মারের’ নিদান

৭:০৫: সকাল সকাল বুথ পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ

৭:০০ শুরু হয়ে গেল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন। আসানসোলের সব বুথ স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। বালিগঞ্জে মোতায়েন ১৭ কোম্পানি সিআরপিএফ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #asansol, #Ballygunge, #ByElections

আরো দেখুন