উত্তরপ্রদেশ বিধান পরিষদের ভোটে মোদীর বারাণসীতেই হারল বিজেপি
কয়েক সপ্তাহ আগেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে (BJP UP) বিপুল জয়লাভ করেছে বিজেপি। এরপর বিধান পরিষদের ভোটেও জয়জয়কার হচ্ছে গেরুয়া ব্রিগেডের। প্রতি দু’বছর অন্তর বিধানসভার উচ্চকক্ষে নির্বাচন হয়। তবে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন কেন্দ্র (BJP UP) বারাণসীতে বিধান পরিষদের আসনটি হারাতে চলেছে বিজেপি।
উত্তরপ্রদেশের বিধান পরিষদে (BJP UP) আছে ১০০ টি আসন। তার মধ্যে ৩৬ টি শূন্য হয়েছে কয়েকদিন আগে। বিজেপি ৩০ টি আসনে এগিয়ে আছে। তার মধ্যে ন’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় (BJP UP) জিতেছে তারা। ভোটের ফল প্রকাশিত হলে আনুষ্ঠানিকভাবে বিধানসভার দু’টি কক্ষেই গরিষ্ঠতা পাবে বিজেপি।
গত কয়েক দশকে কোনও দল দুই কক্ষে গরিষ্ঠতা পায়নি। উত্তরপ্রদেশে বিজেপির প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি সম্ভবত বিধান পরিষদে একটি আসনও জিততে পারবে না। সপার প্রার্থীদের মধ্যে ছিলেন চিকিৎসক কাফিল খান। গোরখপুর অক্সিজেন কাণ্ডে ২০১৭ সালে তাঁকে গ্রেফতার করা হয়।