দেশ বিভাগে ফিরে যান

দেওঘর রোপওয়ে দুর্ঘটনা: উদ্ধারকার্যের সময় পড়ে গিয়ে মৃত আরো এক, বাকিরা নিরাপদ

April 12, 2022 | < 1 min read

ছবি সৌঃ ই টিভি ভারত 

ফের রোপওয়ে থেকে পড়ে মৃত্যু ত্রিকূটে ৷ মঙ্গলবার উদ্ধারকার্যের সময় উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক মহিলার ৷ এ দিন সকালে ত্রিকূট পর্বত রোপওয়ে দুর্ঘটনায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ফের অভিযান শুরু করে বায়ুসেনা । বেলা ২টো নাগাদ ৪৮ ঘণ্টা পর মঙ্গলবার বিপর্যয় মোকাবিলা দফতর এবং বায়ুসেনার তরফে জানানো হয়েছে উদ্ধারকাজ শেষ । ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

রোপওয়ে দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে (death in ropeway accident) ৷ ১১ জন আহত হয়েছেন ৷ সোমবার সন্ধ্যে পর্যন্ত ৩২ জনকে উদ্ধার কর সম্ভব হয়েছিল ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে যোগ দেয় বায়ুসেনা ৷

ত্রিকূট পাহাড়ের কাছেই বাবা বৈদ্যনাথ মন্দির৷ রবিবার রামনবমী উপলক্ষে পর্যটকরা রোপওয়ে চেপে ওই মন্দিরে যান। মন্দির চত্বরে পর্যটকদের ভালই ভিড় ছিল৷ বিকেলে রোপওয়ে দুর্ঘটনা ঘটে৷ জখম হন বেশ কয়েক জন৷ অধিকাংশই শিশু ও মহিলা৷ পর্যটকরা জানান, দুর্ঘটনার সময় কেবল কারগুলি একে অপরের কাছে চলে এসেছিল৷ তারপর ধাক্কা লাগে৷ তার জেরে জখম হন বহু পর্যটক৷

কিছু ক্ষণের মধ্যে বিঘ্নিত হয় পরিষেবা৷ বন্ধ হয়ে যায় রোপওয়ে চলাচল৷ বেশ কয়েক ঘণ্টা ধরে খাবার-জল ছাড়া ঝুলন্ত থাকার পর কেউ কেউ কেবল কার থেকে বেরনোর চেষ্টা করেন৷ ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, রোপওয়ে থেকে ঝুলছেন দু-একজন পর্যটক৷ যান্ত্রিক গোলযোগের কারণে কেবল কারগুলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Deoghar Ropeway Accident, #Deoghar

আরো দেখুন