ঠিকাকর্মীর আত্মহত্যা এবং ঘুষ নেওয়ার অভিযোগ, সাঁড়াশি চাপে পদত্যাগের পথে কর্নাটকের বিজেপি মন্ত্রী
ইস্তফা দিতে পারেন কর্নাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa)। ঠিকাকর্মী আত্মহত্যা এবং ঘুষ নেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড় গোটা রাজ্য। বেড়ে চলা এই বিতর্কের মাঝেই এবার মন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে। যদিও পরে তিনি ইস্তফা দেবেন না বলেই স্পষ্ট জানিয়েছেন।
ইতিমধ্যেই কে এস ঈশ্বরাপ্পার (K S Eshwarappa) বিরুদ্ধে এফআইআর করেছে কর্নাটকের উদুপি পুলিশ। ঈশ্বরাপ্পা এবং তাঁর দুই সঙ্গী বাসবরাজ এবং রমেশের বিরুদ্ধে ৩০৬ ধারায় মামলা রুজু হয়েছে। ঠিকাকর্মী সন্তোষ পাটিলের আত্মহত্যার ঘটনায় প্রথম দিন থেকেই নাম জড়িয়েছে এই তিনজনের। সুইসাইড নোটে ওই ঠিকাকর্মী ঈশ্বরাপ্পার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছেন। তারপর থেকেই শুরু হয় বিতর্ক।
সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইকে ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছে। রাজ্যের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী ঈশ্বরাপ্পার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বরাপ্পাকে তাঁর কেন্দ্রের অনুগামীদের সঙ্গে কথা বলার পর পদত্যাগপত্র জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর।
প্রসঙ্গত, এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান বাসবরাজ বোম্বাই। তিনি বলেন, ”তদন্ত সম্পূর্ণ হলে সত্য সামনে আসবে। এই ঘটনার পেছনে কার হাত রয়েছে, তা সামনে আসা প্রয়োজন।”
উল্লেখ্য, সন্তোষ পাটিল নামে ওই ঠিকাকর্মী হিন্দু যুব বাহিনীর জাতীয় স্তরের সম্পাদক ছিলেন। গত মঙ্গলবার উদুপির একটি লজে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। বেলাগাভি জেলার বাসিন্দা এই ঠিকাকর্মীর অভিযোগ ছিল, চুক্তিভিত্তিক একটি কাজের জন্য ঈশ্বরাপ্পা তাঁর থেকে ৪০ শতাংশ কমিশন দাবি করেছিলেন। যদিও মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন। এরপরই সন্তোষ পাটিলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ঈশ্বরাপ্পা (K S Eshwarappa)। এরপর ১২ এপ্রিল থেকে সন্তোষ পাটিল নিখোঁজ হয়ে যান। জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন ওই ঠিকাকর্মী। যেখানে তিনি উল্লেখ করেছিলেন, তাঁর থেকে চার কোটি টাকা ঘুষ চেয়েছিলেন ঈশ্বরাপ্পা। আত্মঘাতী নোটে ঈশ্বরাপ্পাকেই তাঁর মৃত্যুর জন্য একমাত্র দায়ী হিসেবে উল্লেখ করেছেন ওই ঠিকাকর্মী।