উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে হবে পর্যটনের বিকাশ, একাধিক রুটে চালু বাস পরিষেবা

April 13, 2022 | < 1 min read

ছবি সৌঃ nbstc.in

পর্যটনের বিকাশে উত্তরবঙ্গের একাধিক রুটে চালু হল বাস পরিষেবা৷ বুধবার কোচবিহারের হাসপাতাল মোড় সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপো থেকে ওই সব রুটে বাস পরিষেবা চালু হয়৷ দু’বছর আগে ওই রুটগুলিতে বাস চলাচল করত৷ কিন্তু করোনার জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা৷ এ দিন পুনরায় বাস পরিষেবা চালু করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়৷

বন্ধ হয়ে যাওয়া রুটগুলিতে বাস পরিষেবা চালু হওয়ায় খুশি পরিবহন কর্মীরা৷ তাঁরা জানিয়েছেন, এতে চাঙ্গা হবে উত্তরবঙ্গের পর্যটন শিল্প৷ বাড়বে পর্যটকদের সংখ্যা৷ কম খরচে অনেক জায়গা ঘুরতে পারবেন তাঁরা৷ এক পরিবহনকর্মী জানিয়েছেন, প্রত্যেকটি রুটই লাভজনক ছিল৷ কিন্তু করোনার জন্য পর্যটন শিল্পে মন্দা দেখা দেয়৷ তখন বন্ধ হয়ে যায় পরিষেবা৷ এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি৷ তাই পুরনো চারটি রুটে পুনরায় পরিষেবা চালু করা হয়৷

চালু হওয়া রুটগুলির একটি কোচবিহার বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ৷ দীর্ঘদিন ওই রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষই পরিষেবা শুরুর দাবি জানিয়েছিলেন৷ পাশাপাশি হেরিটেজ রোডে কোচবিহার থেকে জোড়াই ভায়া কালজানি, নাটাবাড়ি, ধলপল রুটে নতুন করে বাস পরিষেবা চালু হয়৷ এই রুটগুলির সঙ্গে কোচবিহার-লাভা-রিশপ-পেডং রুটে বাস পরিষেবার সংযোজন করা হয়৷ ২ রাত ৩ দিনের জন্য জনপ্রতি খরচ হবে ৭ হাজার টাকা৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Bus Routes, #North Bengal

আরো দেখুন