বিনোদন বিভাগে ফিরে যান

বিয়ে করেছেন রানু মণ্ডল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

April 14, 2022 | < 1 min read

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা এসেছে। এখন এক ডাকেই তাঁকে চেনেন সকলে। রানাঘাট স্টেশন থেকে সোজা বলিউড। রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান করেছেন। তবে সেই উড়ান বেশিদিন ধরে রাখতে পারেননি রানু। খ্যাতিকে সঙ্গে নিয়েই ফিরেছেন রানাঘাটের ভাঙা বাড়িতে। যেন পুরনো অন্ধকারে ডুব দিয়েছেন। তবে রানু মণ্ডলের উত্থান আজও অনেককে ভরসা দেয়। সেই ভরসাতেই তাঁর সঙ্গে গান রেকর্ড করেছেন বাংলাদেশের হিরো আলম। রানু মণ্ডলের বায়োপিকের কাজও চলছে। ঠিক এই প্রেক্ষাপটে নববধূর সাজে ভাইরাল রানু মণ্ডল। এবার কি তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি? তা নিয়েই চলছে জোর জল্পনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় রানু মণ্ডলকে বধূ বেশে দেখা যায়। রানুর পরনে লাল বেনারসি। কপালে চন্দন। নাকে নথ। গা ভরতি গয়না। ঠিক যেন নতুন কনে! নববধূর সাজে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন রানু মণ্ডল। নতুন কনের সাজে ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানও গাইতে শোনা গেল রানুকে।

রানু মণ্ডলের তরফেও এই ভিডিও সম্পর্কে জানা যায়নি কিছুই। ঠিক কী কারণে আচমকা নববধূর বেশে ধরা দিলেন ভাইরাল তারকা, তা প্রায় সকলেরই অজানা। রানু মণ্ডলের তরফে আদৌ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, সেদিকেই নজর এখন প্রত্যেকের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ranu Mondal, #marriage

আরো দেখুন