‘একদিন আইএসএল-ও খেলব’, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের উদ্বোধন করে আশাবাদী অভিষেক
‘বাংলায় ফুটবল নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে। আমাদের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ পেল। আমরা এ বার কলকাতা লিগের প্রথম ডিভিশন খেলব। ১/২ বছরে প্রিমিয়ার ডিভিশনেও খেলব। এই ক্লাব একদিন আইএসএল খেলবে।’ শুক্রবার পয়লা বৈশাখের দিন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের উদ্বোধনে একথা বললেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নববর্ষের সকালে ঐতিহ্য মেনে বারপুজো করলেন ক্লাবের মালিক অভিষেক। এরপর সামনে আসে ক্লাবের লোগো ও নতুন জার্সি।উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, রহিম নবিরা। ক্লাবের ট্যাগলাইন, ‘দমদার হারবার ডায়মন্ড হারবার।’ অভিষেক বলেন, ‘এমপি কাপ নতুন উচ্চতায় পৌঁছেছে। এমপি কাপ দেখে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমএলএ, এমপি কাপ খেলা হচ্ছে। ডায়মন্ড হারবারের এমপি কাপ নিদর্শন তৈরি করেছে।’
ক্লাবের সচিব প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক প্রাক্তন জাতীয় ফুটবলার কৃষ্ণেন্দু রায়কে। গোপালকৃষ্ণ গোখলের অমর উক্তি অভিষেক এদিন বলেন, ‘আগে বলা হত হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এটা অক্ষরে অক্ষরে আজ সত্যি। আজ প্রমাণ হয়ে গিয়েছে, হোয়াট ডায়মন্ড হারবার থিংকস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্কস টুমরো।’
ক্লাবের উন্নতিতে তৃণমূল কংগ্রেস সাংসদ সবার সাহায্যও চান। তাঁর কথায়, ‘শুভদিনে যাত্রা শুরু করল আমাদের ক্লাব। সবার আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু করল। ২০১৯ সালে ঘোষণা হয়েছিল এই ক্লাবের। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু হয়। প্ৰতিভার খোঁজে আমরা এই ক্লাব তৈরি করেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতি ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতা করুন।’