রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলে ফুটল ঘাসফুল, সর্বকালীন রেকর্ড ভোটে জয়ী শত্রুঘ্ন

April 16, 2022 | < 1 min read

সংসদীয় রাজনীতির ক্ষেত্রে নজির গড়ল আসানসোল লোকসভা কেন্দ্র। ১৯৫২ সালের পর থেকে এখনও পর্যন্ত ১৮ বার লোকসভা নির্বাচন আসানসোলে হয়েছে, তাতে ২০২২-এর উপনির্বাচনে সর্বকালীন রেকর্ড ভোটে জিতলেন শত্রুঘ্ন সিনহা। ছাপিয়ে গেলেন ২০১৯ সালের বাবুল সুপ্রিয়র জেতা ১ লক্ষ ৯৭ হাজারের বেশি ভোটে জেতার মার্জিনও। এবারের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৬,৫২,৫৮৬ ভোট, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছেন ৩,৫২,০৪৩, সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় পেয়েছেন ৮৯,৮৬৪ ভোট এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডির প্রাপ্ত ভোট ১৪,৮৮৫।

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #tmc, #Shatrughan Sinha, #By polls

আরো দেখুন