৫ মে থেকে নয়া কর্মসূচী তৃণমূলের, অক্ষয় তৃতীয়ার দিন হবে বিকল্প ভবনের দ্বারোদ্ঘাটন
বাইপাসের ধারে তৃণমূল ভবন ভেঙে ফেলা হয়েছে। সেখানে চলছে সংস্কারের কাজ। নতুনভাবে সেই বিল্ডিং তৈরি করা হবে। তবে তার আগে দলের কাজকর্ম পরিচালনার জন্য বিকল্প একটি বাড়ি দেখা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন ওই বাড়িটির দ্বারোদ্ঘাটন হবে বলে দলীয় সূত্রে খবর। সেদিন পূজার্চনার আয়োজন করা হচ্ছে। বিকল্প সেই অফিসে দলের শীর্ষ নেতারা উপস্থিতি থাকবেন। এদিকে দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে এদিন ভবানীপুরে বৈঠকে বসেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী ৫ মে থেকে দলের তরফে রাজ্যজুড়ে একটি কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই কর্মসূচির বিষয়ে এদিন আলোচনা হয়েছে বলে খবর। তৃণমূলের বক্তব্যকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হয়েছে। ৫ তারিখ থেকে প্রায় মাস খানেক সেই কর্মসূচি চলবে। এছাড়া ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েও ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে তৃণমূল।