উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

৪৫ দিন পর আবার করোনা সংক্রমণের হদিস, আতঙ্কে জলপাইগুড়ি শহর

April 18, 2022 | < 1 min read

দেড় মাস পর করোনা সংক্রমণ ধরা পড়ল জলপাইগুড়ি শহরে। পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকার এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় ওই ব্যক্তি কোভিড পরীক্ষা করেন। সেই রিপোর্ট পজিটিভ আসে। সোমবার আক্রান্তের এলাকায় পৌঁছন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। পুরসভার তরফে আক্রান্তের বাড়ি ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়।

সৈকতবাবু বলেন, দীর্ঘদিন জলপাইগুড়ি শহর করোনা শূন্য থাকার পর রবিবার ফের একজনের সংক্রমণের খবর মিলেছে। বেশিরভাগ মানুষের মধ্যে মাস্ক না পড়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। বিষয়টিকে হালকাভাবে না নিয়ে প্রত্যেকেরই মাস্ক পড়া উচিত। বারবার হাত স্যানিটাইজ করার প্রয়োজন রয়েছে বলে জানান সৈকতবাবু। পরিস্থিতি খতিয়ে দেখে ভবিষ্যতে শহরে করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা হবে জানিয়েছেন তিনি।


বাংলায় সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও দেশে একলাফে ৯০ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮৩ জন। যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল। রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১৫০। সোমবার তা বেড়ে প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। এমনকী বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। গতকাল তা ছিল ৪।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona, #covid 19, #jalpaiguri

আরো দেখুন