রাজ্য বিভাগে ফিরে যান

বীরভূমের নির্যাতিতার সাথে দেখা করল রাজ্য মহিলা কমিশন

April 18, 2022 | < 1 min read

শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় এবার বোলপুর এলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। রবিবার বোলপুর সার্কিট হাউসে ওই নির্যাতিতা ও তার মায়ের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর বীরভূম জেলাশাসক বিধান রায় ও পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর সঙ্গেও বৈঠক করেন তিনি। এদিন সার্কিট হাউসে নির্যাতিতা ও তার মায়ের সাথে কথা বলার পর লীনাদেবী সাংবাদিকদের বলেন, নাবালিকার বক্তব্য অনুযায়ী যে চারজন তাকে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে তিনজন নাবালক ছিল। অন্যজন তার সঙ্গে অসভ্যতা করেছে। এর পাশাপাশি নাবালিকার মেডিক্যাল রিপোর্টও খতিয়ে দেখবেন বলে তিনি জানিয়েছেন। এই প্রসঙ্গে বীরভূম জেলা পুলিস সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, সিআইডির প্রতিনিধিদল সবার সঙ্গে কথা বলে স্কেচ এঁকে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women's Commission, #birbhum

আরো দেখুন