রাজ্য বিভাগে ফিরে যান

বাণিজ্য সম্মেলনের প্রাক্কালে বিদেশি অতিথিদের সাথে সৌজন্য সাক্ষাৎ মমতার

April 19, 2022 | < 1 min read

রাত পোহালেই শুরু হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)।

ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন বিদেশি শিল্প ও বানিজ্য প্রতিনিধি দলের সদস্যরা। এসে পৌঁছেছেন বাংলাদেশ, কেনিয়া, জাপান, ভুটান থেকে বিদেশি প্রতিনিধিরা। ষষ্ঠতম এই সম্মেলনে প্রায় চল্লিশটি দেশের ২০০ জনের মতো প্রতিনিধি অংশগ্রহণ করছেন বলে জানা গিয়েছে। সম্মেলনের ‘পার্টনার’ হয়েছে ১৪টি দেশ। বিদেশ থেকে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আলাপচারিতায় মিলিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছিলেন রাজ্যের শিল্প ও বানিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি। মঙ্গলবার রাতে সমস্ত প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকর।

২০ এবং ২১ এপ্রিল, নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত দু’দিনের এই শিল্প-বাণিজ্য সম্মেলনে বিদেশের প্রতিনিধিরা ছাড়াও যোগ দেবেন দেশের প্রথমসারির শিল্পমহলের প্রতিনিধিরা। যার মধ্যে উল্লেখযোগ্য শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানি। যোগ দেবেন দেশের সমস্ত বড় বণিকসভার প্রতিনিধিরা। বাংলায় বিনিয়োগের স্বার্থে ২০১৫ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় বিজিবিএস। করোনার জন্য গত দু’বছর এই সম্মেলনের আয়োজন করা যায়নি।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ভুটানের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#BGBS, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন