রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতা পুলিশে গঠন হচ্ছে নেতাজি ব্যাটালিয়ন, জানেন কত নতুন পোস্ট?

April 19, 2022 | < 1 min read

ছবিঃ প্রতীকী

কলকাতা পুলিসে এবার নতুন ব্যাটালিয়ন। নেতাজী ব্যাটালিয়ন নামে নতুন বাহিনী গঠন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ২ জন ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত হবে এই ব্যাটালিয়ন। ১১৭১টি নতুন পোস্ট তৈরি করা হবে এই ব্যাটালিয়নে। কলকাতা পুলিসের অধীনে এই নতুন ব্যাটালিয়ন তৈরি হবে হাওড়ার কামারডাঙায় পুলিস ট্রেনিং অ্যাকাডেমিতে।

সূত্রের খবর, অর্থ দপ্তরের সঙ্গে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিসে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা থেকেও ওই বাহিনীতে পাঠানো হতে পারে। তার আগে কলকাতা পুলিসের বিভিন্ন ইউনিট থেকে কর্মী অফিসার নিয়ে তৈরি হতে পারে নেতাজী ব্যাটালিয়ন।

৬ এপ্রিল রাজ্যে নারী সুরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করতে প্রতি জেলায় বিশেষ মহিলা ব্যাটালিয়ন (WB Women Police Battalion) তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে  এই মহিলা ব্যাটালিয়ন তৈরির চিন্তাভাবনা চলছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মহিলাদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে। প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মহিলাকে নিয়ে এই ব্যাটালিয়ন তৈরি হবে বলে সূত্রের খবর।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যজুড়ে ১৫০টি ব্যাটালিয়ন তৈরি করা হবে। প্রতি ব্যাটালিয়নে থাকবে ৩০ জন প্রশিক্ষিত মহিলা কর্মী। প্রতিটি কমিশনারেট এবং জেলা পুলিশের সদরে ১০টি করে মহিলা পুলিসের ইউনিট থাকবে বলে ঠিক করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Kolkata Police, #netaji battalion

আরো দেখুন