রাজ্য বিভাগে ফিরে যান

সিলিকন ভ্যালি-নয়াচরে বিনিয়োগ টানতে নতুন সিদ্ধান্ত রাজ্যের

April 19, 2022 | < 1 min read

সিলিকন ভ্যালি, ছবি সৌঃ- জি ২৪ ঘন্টা

আগামী বুধবার শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তার দু’দিন আগে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য। নিউটাউনের সিলিকন ভ্যালি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের নয়াচরে বিনিয়োগ টানতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

সিলিকন ভ্যালি হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এখানে প্রায় ২০০ একর জমির উপর গড়ে উঠছে তথ্য-প্রযুক্তি নগরী। এবার এখানে ইনফর্মেশন টেকনোলজি (আইটি) ও আইটিইএস ইউনিট তৈরি করার ছাড়পত্র ছিল। এবার রাজ্য মন্ত্রিসভা এখানে তথ্য-প্রযুক্তির সঙ্গে যুক্ত অন্যান্য ইউনিট করার ছাড়পত্রও দিয়ে দিল। ফলে এখানে এবার থেকে ‘চিপ’ ও ‘সেমি-কন্ডাক্টর’ তৈরির ইউনিটও স্থাপন করা যাবে। ইতিমধ্যে ২০০ একর জমিতেই বিনিয়োগ এসেছে। এবং সিলিকন ভ্যালির জন্য আরও জমি চিহ্নিত করা হচ্ছে। এই নিয়ে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে রাজ্যে আরও অনেক কর্মসংস্থান হবে।’

নয়াচরে বিনিয়োগ টানতে এবার জোর কদমে কাজ শুরু করেছে রাজ্য। পার্থ বাবু বলেন, ‘এখানে সোলার পাওয়ার পার্ক ও অ্যাকোয়া হাব তৈরি করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নয়াচরে সোলার পার্ক করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয় নবান্নে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ওই বৈঠক হয়। ছিলেন সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকরাও। এখানে ১২০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্লান্ট করার পরিকল্পনা আছে রাজ্যের।

অন্যদিকে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টও বাণিজ্য সম্মেলনে যোগ দেবে। পোর্টের চেয়ারম্যান বিনীত কুমার বলেন, ‘আমরা রপ্তানি বিষয়ক আলোচনায় অংশ নেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #State govts, #Nayachar, #Silicon Valley

আরো দেখুন