দেশ বিভাগে ফিরে যান

যোগীরাজ্যে ফের দলিত অত্যাচার, নাবালক পড়ুয়াকে পা চাটতে বাধ্য করা হল

April 19, 2022 | < 1 min read

দশম শ্রেণির এক দলিত ছাত্রকে পা চাটতে বাধ্য করানো হয়েছিল।  অভিযোগ উঠেছিল। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। তার পরই অভিযুক্ত সাত ছাত্রকে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রায় বরেলিতে।

মঙ্গলবার রায় বরেলির পুলিস সুপার শলোক কুমার জানিয়েছেন, সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত নাবালোক। বাকি ছয় জন সাবালক। নাবালোক ওই অভিযুক্তকে জুভেনাইল আইন অনুসারে বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিস জানিয়েছেন, স্কুলের সিনিয়র দাদাদের দাবি মতো চাঁদা দিতে আপত্তি করেছিল ওই দলিত পড়ুয়া। তার পরই ক্ষিপ্ত হয়ে ওঠে স্কুলের ওই বড় দাদারা।  শাস্তি হিসেবে দলিত ছাত্রটিকে পা চাটানোর নির্দেশ দেওয়া হয়। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নড়চড়ে বসে পুলিস।

যোগী রাজ্যের এই দলিত নির্যাতনের ঘটনায় মুখ খুলেছে সিপিএম। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। তাদের কটাক্ষ, এটার নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের নতুন ভারতের ছবি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Dalits, #Dalit Student

আরো দেখুন