রাজ্য বিভাগে ফিরে যান

দেশজুড়ে দাপট বাড়লেও, বাংলায় নিয়ন্ত্রণেই করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত মাত্র ২৮

April 20, 2022 | < 1 min read

ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা (Coronavirus) সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ৬৫ শতাংশ বেড়েছে দেশের সংক্রমণ। রাজধানী দিল্লিতে একদিনে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি। উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির সংক্রমণের গ্রাফ। এমন পরিস্থিতিতে রাজ্যের সংক্রমণও বাড়ল সামান্য। তবে একদিনে আক্রান্তের সংখ্যা ৩০-এর নিচেও। তবে এদিনও মৃত্যুহীন বাংলা। এটাই স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে।

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৪১৬ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৩৩ জন। হাসপাতালে ভরতি ২৫ জন করোনা আক্রান্ত।

চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না। রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০০ জন।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৯ হাজার ৮৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৫৬ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৯৮ হাজার ২৮৩ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Corona Update, #Bengal Fights Corona, #West Bengal

আরো দেখুন