রাজ্য বিভাগে ফিরে যান

‘তেলের দামে ছ্যাঁকা লাগে…’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে গান বাঁধছেন গম্ভীরা শিল্পীরা

April 20, 2022 | 2 min read

মালদহ শহরের গম্ভীরা উৎসব, প্রতীকী ছবি সৌঃ getbengal.com

‘তেলের দামে ছ্যাঁকা লাগে, একি দেশের অবস্থা—শিব হে।’ ঠিক এরকম ভাবেই বিভিন্ন ধরনের গানে সুর বেঁধে এবার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ দেখা যাবে পুরাতন মালদহ শহরের গম্ভীরা উৎসবে। মহাদেবকে সামনে রেখে শিল্পীরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন। এছাড়াও গম্ভীরা উৎসবে বিশ্বেযুদ্বের পরিস্থিতি, শহরের নানা সমস্যা, পথনাটক তুলে ধরা হবে। সেজন্য শিল্পীরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

পুরাতন মালদহের গম্ভীরা দলগুলি জানিয়েছে, ১২ মে থেকে চারদিনব্যাপী শহরের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যময় গম্ভীরা উৎসব শুরু হতে চলেছে। উৎসবে শহরের চামুণ্ডাবাড়ি, কালীবাড়ি, ফুলবাড়ি, মোকাতিপুর, তারাপুর সহ একাধিক জায়গায় ঘটভরা, কাঁটানৃত্য, ছোট তামাশা, আহারা পুজো, বড় তামাশা সহ বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে। গম্ভীরা উৎসবে শিল্পীরা মানুষকে আনন্দ উপহার দেন। সমাজের দুর্দশার কথাও তুলে ধরেন।

লুব্বক সাংস্কৃতিক প্রয়াসের কর্ণধার ও গম্ভীরা শিল্পী রবি শঙ্কর ঘোষ বলেন, গানের মধ্যে আমরা মহাদেবকে তুলে ধরেছি। তিনি দেবাদিদেব, সবকিছুর উপরে। তিনি সমস্ত সমস্যার সমাধান করেন। তাঁর আর এক নাম আশুতোষ। যিনি অল্পতেই সন্তুষ্ট। সেই কারণে সাধারণ মানুষের বিশ্বাস তাঁর কাছেই মিলবে সুরাহা। এখন সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। সেই সব সমস্যা আমরা মানুষকে জানাব। তা নিয়েই এখন আমাদের গম্ভীরা উৎসবের জোর প্রস্তুতি চলছে।

গম্ভীরা শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য অখিল কুমার সাহা বলেন, রান্নার গ্যাস মানুষের রোজ লাগে, গাড়ির তেলের ক্ষেত্রেও তাই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। গরিব মানুষের সেই সমস্যা আমরা আমাদের গানে তুলে ধরছি। এছাড়া আরও চমক থাকছে। আরও এক শিল্পী চিরঞ্জিত ঘোষ বলেন, গম্ভীরা আমাদের কাছে জীবন। শহরের মানুষের কাছে বড় আবেগ। ব্রিটিশ আমল থেকে এই গম্ভীরা উৎসব হয়ে আসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bangla, #price rise, #Gombhira, #West Bengal

আরো দেখুন