আলাদা জেলা হচ্ছে শিলিগুড়ি? জল্পনা উত্তর জুড়ে
দার্জিলিং জেলা ভাগের আভাস মিলতেই জল্পনা ছড়িয়েছে, তা হলে কি আলাদা জেলা হচ্ছে শিলিগুড়ি? একইসঙ্গে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষ থেকে শিক্ষক, সমাজকর্মী থেকে রাজনৈতিক নেতা সকলেই শিলিগুড়িকে জেলা করার পক্ষে সওয়াল করেছেন। তাঁদের দাবি, শিলিগুড়ি জেলা হলে সমতলবাসীর হয়রানি কমবে। প্রশাসনিক কাজকর্মে আরও গতি আসবে।
রাজ্যের গুরুত্বপূর্ণ জেলাগুলির মধ্যে দার্জিলিং অন্যতম। পাহাড় ও সমতল নিয়ে গঠিত এই জেলা। এর আয়তন প্রায় ৩১৪৯ বর্গ কিমি। জেলার পাহাড়ের অংশে দার্জিলিং সদর, কার্শিয়াং ও মিরিক ও সমতলে রয়েছে শিলিগুড়ি মহকুমা। মহকুমাগুলিতে ন’টি ব্লক, ৯৭টি গ্রাম পঞ্চায়েত এবং চারটি পুরসভা রয়েছে। সমতলভাগে রয়েছে মহকুমা পরিষদ।
ফের রাজ্য সরকার এই জেলাকে ভাগ করার আভাস দিয়েছে। কিন্তু, কোন অংশ নিয়ে নতুন জেলা গড়া হবে, তা স্পষ্ট করা হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, জেলার সমতলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ রয়েছে। কিন্তু, সমতলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নেই। দার্জিলিং পাহাড়ে বসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক। তাই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত কাজকর্মের জন্য ৬০ কিমিরও বেশি পথ অতিক্রম করে পাহাড়ে যেতে হয়। এছাড়া জমি, পরিবহণ, উদ্যানপালন সহ বিভিন্ন দপ্তরের কাজকর্মের জন্যেও যেতে হয় পাহাড়ে। অনেক সময় অফিসারদের দেখা পাওয়া যায় না। ফলে গোটা দিন নষ্ট হয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
শিলিগুড়িকে জেলা করার দাবি বহুদিনের। শিলিগুড়ির আয়তন প্রায় ৮৩৫.৫৫৭ বর্গ কিমি। ইতিমধ্যে এখানে খাদ্যদপ্তর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের জেলা অফিস করা হয়েছে। শিলিগুড়ি শিক্ষা জেলা, পুলিস কমিশনারেট, জেলা হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ রয়েছে। পরিবেশপ্রেমী অনিমেষ বসু বলেন, শিলিগুড়িকে জেলা করার দাবি অনেক দিনের। সেই দাবি পূরণ হলে উপকার হবে। শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি সিপিএমের তাপস সরকার বলেন, শিলিগুড়ি জেলা হলে মানুষের হয়রানি কমবে। শিলিগুড়ি পুরসভার মেয়র তৃণমূল কংগ্রেসের গৌতম দেব অবশ্য বলেন, দার্জিলিং জেলা নিয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নিয়েছে তা বলতে পারব না। তবে ২০১১ সাল থেকেই প্রশাসনিক কাঠামো সংস্কার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু জায়গায় পুলিস জেলা, শিক্ষা জেলা, পুলিস কমিশনারেট তৈরি হয়েছে। কয়েকটি জেলাও তৈরি হয়েছে। ছোট জেলা হলে প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজে সুবিধা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভেঙে তৈরি হয় কালিম্পং জেলা।