← কলকাতা বিভাগে ফিরে যান
চিৎকিসা সম্পূর্ণ হওয়ার আগেই রোগী হাসপাতাল ছাড়ছেন কেন? খোঁজ নিচ্ছে মেডিক্যাল
হাসপাতাল থেকে ছুটি নিয়ে যাচ্ছেন কেন, রোগীদের কাছে জানতে চাওয়া শুরু করল কলকাতা মেডিক্যাল কলেজ। ‘লিভ এগেনস্ট মেডিক্যাল অ্যাডভাইস’ বা লামা নিয়ে সম্প্রতি রাজ্যজুড়ে বিভিন্ন স্তরের সরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছিল রাজ্য সরকার। একদিকে রোগী রেফার যেমন উদ্বেগের বিষয়, তেমনই চিকিৎসক রাখতে চাইলেও স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে রোগীদের চলে যাওয়ার প্রবণতা রীতিমতো চিন্তার বিষয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থারও পরিচয়। এইসব ভেবেই ‘লামা’র খবর পেলেই বন্ডে সই করিয়ে রোগী হাসপাতাল থেকে চলে যাওয়ার আগে তার কারণ জানতে চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। মেডিক্যালের সুপার ডাঃ সব্যসাচী দাস বলেন, ঠিক কী কারণে রোগী হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে, জানতে চাওয়া হচ্ছে। তা হলে সেই দিকগুলির অন্তত আরও উন্নতি করতে পারি। সহকারী সুপারদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।