বাংলায় হাসপাতাল গড়বেন দেবী শেঠি, স্বাস্থ্য সাথীর ভুয়সী প্রশংসা চিকিৎসকের
তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দিয়েছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলি ঢেলে সাজানোর পাশাপাশি জেলায় জেলায় তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল। বেশ কয়েকটি মেডিক্যাল কলেজও তৈরি হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পরিমাণও বেড়েছে। এবার বাংলায় অত্যাধুনিক হাসপাতাল তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
আজ, বৃহস্পতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে বিশেষ আলোচনা হয়।স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও ফার্মাসি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ২০২১-২২ অর্থবর্ষে রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ছিল ২,৫৩৭ কোটি টাকা। আগামী চার বছরে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ৫,২৩৮ কোটি টাকা। দেবী শেঠি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের আলাদা ভাবে সঙ্গে কথাও বলেন।
রাজ্যে হাসপাতাল তৈরি করতে সরকারের কাছে জমি চেয়েছেন ডাঃ শেঠি। জমি পাওয়া গেলে অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল করবেন বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ডেরও প্রশংসা করেন তিনি।