রাজ্য নেতৃত্বের ওপর ক্ষোভ, বরখাস্তের দাবিতে মুরলীধরের বাইরে হুলুস্থুল কর্মীদের
বেশ কিছু দিন ধরেই সমস্যা দানা বাঁধছিল । আর এবার প্রকাশ্যেই চলে এল বিজেপির অন্তর্কলহ । সুকান্ত-কৈলাস-অমিতাভদের সরানোর দাবিতে পোস্টার হাতে সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা ।
বৃহস্পতিবার । বেলা ২ টো বাজবে । মুরলি ধর সেন লেনে বিজেপির রাজ্য দপ্তর বিক্ষুদ্ধ কর্মীদের বিক্ষোভ দেখাতে শুরু করেন । মূলত তাদের অভিযোগের তির বিজেপি রাজ্য সম্পাদক (সংগঠক) অমিতাভ চক্রবর্তীর দিকে । যে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন বিক্ষোভকারীরা । মূলত তাদের অভিযোগ একে একে সমস্ত প্রবীণদের ছেটে দিয়ে নবীনদের সুযোগ দিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বর্তমান বিজেপির রাজ্য নেতৃত্ব । তাই তারা আজ রাজ্য দপ্তরের সামনে রাজ্য সংগঠক অমিতাভ চক্রবর্তীর অপসারণের দাবি তুলে বিক্ষোভ দেখান ।
প্রসঙ্গত, এ দিন সকালেই দিলীপ ঘোষ বলেন, সুকান্ত মজুমদার সবে দায়িত্ব পেয়েছেন । অভিজ্ঞতা কম আছে । দল কত বছর ধরে লড়াই করেছে । বহু যোগ্য ব্যক্তি আছেন, এত বড় আন্দোলন সংগঠিত করেছেন । বহু নেতা আছেন, যাদের বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছেন । সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত । নেতৃত্বে পরিবর্তন হতেই থাকবে । আমাদের দলে শিষ্টাচার অনুযায়ী নতুন নেতৃত্ব আসবেন । তাই দলটা এখনও বেঁচে আছে । এর পরই তাঁরই সংযোজন, যোগ্য লোকগুলোকে দল থেকে বাদ দিলে হবে না । তাদের অভিজ্ঞতার গুরুত্ব দিতে হবে, সেই অভিজ্ঞতার লাভ নিতে হবে । তার পরই বেলায় সদর দপ্তরের বাইরে দেখা গেল বিক্ষোভ ।