খেলা বিভাগে ফিরে যান

টুপি খুলে মাথা নত করে ধোনিকে সম্মান জানালেন জাদেজা, দেখুন ভিডিও

April 22, 2022 | 2 min read

হার কার্যত নিশ্চিত ছিল। সেখান থেকে একজনই জেতাতে পারতেন। ঠিক সেটাই হয়েছে। তারপরই টুপি খুলে মহেন্দ্র সিং ধোনির সামনে মাথা নত করে সম্মান জানালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের শেষ চার বলে চেন্নাইয়ের দরকার ছিল ১৬ রান। শেষ বলে চার মেরে চেন্নাইকে এবার আইপিএলের দ্বিতীয় জয় এনে দেন ধোনি। তারপরই মাঠে নেমে পড়েন জাদেজা। মাথা নত করে ধোনিকে সম্মান জানান সিএসকে অধিনায়ক। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেইসঙ্গে চেন্নাইয়ের এক সাপোর্ট স্টাফের স্যালুটের দৃশ্যও ভাইরাল হয়েছে।

শেষ ওভারে ধোনির ম্যাজিক

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ১৭ রান। প্রথম বলে আউট হয়ে যান ডোয়েন প্রিটোরিয়াস। দ্বিতীয় বলে এক রান নেন ডোয়েন ব্র্যাভো। তার ফলে চার ফলে দরকার ছিল ১৬ রান। প্রথম বলে মারাত্মক জোরে ছক্কা মারেন ধোনি। পরের বলটি ফাইন লেগের বাউন্ডারিতে চলে যায়। পঞ্চম বলে দু’রান নেন ধোনি। শেষ বলে চার রান দরকার ছিল চেন্নাইয়ের। লেগ স্টাম্পে ভালো ইয়র্কার করেন জয়দেব উনাদকাট। কিন্তু ধোনি তো ধোনিই হন। কবজির মোচড়ে শর্ট ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে বল পাঠিয়ে দেন মাহি। শেষপর্যন্ত ১৩ বলে ২৮ রান অপরাজিত থাকেন।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস

বৃহস্পতিবার নবি মুম্বইয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান তোলেন রোহিত শর্মারা। শুরুটা অবশ্য একেবারে জঘন্য হয়েছিল। প্রথম ওভারেই দুই উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে তিলক বর্মা এবং উনাদকাটের সৌজন্যে ১৫০ রানের গণ্ডি পার হয় মুম্বই। তাও একাধিক ক্যাচ ফস্কায় চেন্নাই। রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় সিংহ বাহিনী। একটা সময় প্রবল চাপেও ছিল। সেখান থেকে চেন্নাইকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ধোনি এবং প্রিটোরিয়াস। শেষ ওভারে প্রিটোরিয়াস আউট হলেও নিজের স্বভাবসিদ্ধ কাজটা করে দেন ধোনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ravindra Jadeja, #MS Dhoni, #CSK

আরো দেখুন