এবারের আইপিএলে তৃতীয় সেঞ্চুরি বাটলারের, দিল্লিকে ১৫ রানে হারাল রাজস্থান রয়্যালস
আইপিএলে টস জিতে এখনও অবধি সব দলই ফিল্ডিং নিচ্ছে। কিন্তু তাতেই জয় নিশ্চিত হবে, এমন কোনও গ্যারান্টি যে নেই তা বুঝতে পারল দিল্লি ক্যাপিটালস। এবারের রাজস্থান রয়্যালস যে কটি ম্যাচ জিতল সবই প্রথমে ব্যাট করে। দিল্লি ক্যাপিটালসকে উড়িয়ে এদিন পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করলেন সঞ্জু স্যামসনরা। কাল কলকাতা নাইট রাইডার্সকে হারালে অবশ্য ফের শীর্ষস্থানের দখল নেবে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স।
বাটলারের বিস্ফোরণে ২২২
টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২২ রান তোলে রাজস্থান, যা চলতি আইপিএলে দলগত সর্বাধিক রান। এবারের আইপিএলে তৃতীয় তথা কেরিয়ারের চতুর্থ আইপিএল শতরান মাত্র ৫৭ বলে পূর্ণ করেন জস বাটলার। ৯টি করে চার ও ছয় মেরে তিনি ৬৫ বলে ১১৬ রান করেন, ব্যক্তিগত রানের নিরিখেও এটি এবারের আইপিএলে রেকর্ড। দেবদত্ত পাড়িক্কল সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৪ রান করেন। বাটলার-পাড়িক্কলের ওপেনিং জুটিতেই ওঠে ১৫৫ রান। সঞ্জু স্যামসন পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। খলিল আহমেদ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন। ৩ ওভারে ৪০ রান দেন কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল ২ ওভারে দেন ২১ রান। তাঁরা কোনও উইকেট পাননি।
শুরু থেকেই চাপে
চলতি আইপিএলে জেতার জন্য সর্বাধিক রান তাড়া করতে নেমে কখনও মনে হয়নি দিল্লি ক্যাপিটালস এই ম্যাচ জিততে পারে। ৪.৩ ওভারে দলের ৪৩ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণ বলে কট বিহাইন্ড হন ডেভিড ওয়ার্নার। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ১৪ বলে ২৮। ষষ্ঠ ওভারে প্রথম বল করতে এসে প্রথম বলেই সরফরাজ খান (৩ বলে ১ রান)-কে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ৫.১ ওভারে ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। পাওয়ারপ্লে-র ৬ ওভারে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৫৫।
এরপর পৃথ্বী শ ও অধিনায়ক ঋষভ পন্থ দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। স্ট্র্যাটেজিক টাইম আউটে স্কোর ছিল ৯ ওভারে ২ উইকেটে ৯৫। পন্থ ও শ-র জুটিতে ৫০ রান ওঠে ২৮ বলে। দশম ওভারের শেষ বলে পৃথ্বী শ রবিচন্দ্রন অশ্বিনের দ্বিতীয় শিকার। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে শ ২৭ বলে ৩৭ রান করে আউট হন দলের ৯৯ রানের মাথায়। ১০.১ ওভারে পূর্ণ হয় দিল্লির ১০০ রান। ১১.৪ ওভারে ১২৪ রানের মাথায় অধিনায়ক ঋষভ পন্থ প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হতেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পন্থ চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ২৪ বলে ৪৪। ত্রয়োদশ ওভারের শেষ বলে অক্ষর প্যাটেল যুজবেন্দ্র চাহালের বলে ক্লিন বোল্ড হয়ে যান। তিনি ৪ বলে ১ রানে ফিরতেই দিল্লি ক্যাপিটালসের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২৭। ১৫.১ ওভারে দিল্লির দেড়শো রান পূর্ণ হয়। দুই বল পরেই শার্দুল ঠাকুর রান আউট হয়ে যান। তিনি করেন ৭ বলে ১০। দিল্লির ষষ্ঠ উইকেটটি পড়ে ১৫৭ রানের মাথায়।