রাজ্য বিভাগে ফিরে যান

গরু-কয়লার পর ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রতকে তলব সিবিআইয়ের, মোদীর রাজনৈতিক প্রতিহিংসা?

April 23, 2022 | < 1 min read

অনুব্রত মণ্ডল, ছবি সৌঃ- টেলিগ্রাম

সিবিআইয়ের জোড়া চাপে অনুব্রত মণ্ডল৷ গরু এবং কয়লা পাচার কাণ্ডের পর এবার ভোট পরবর্তী হিংসার মামলাতেও বীরভূমের তৃণমূল নেতাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ জানা গিয়েছে, রবিবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷

শনিবার সিবিআইয়ের জোড়া নোটিস পান অনুব্রত৷ একটি গরুপাচার কাণ্ডের৷ দ্বিতীয়টি ভোট পরবর্তী হিংসা মামলায়৷ দু’টি মামলার তদন্ত করছে সিবিআই৷ গরুপাচার কাণ্ডে অনুব্রতর ভূমিকা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কিন্তু চারবার জেরা এড়ান তিনি৷ পঞ্চমবার সিবিআইয়ের মুখোমুখি হতে বীরভূম থেকে কলকাতায় আসছিলেন তিনি৷ সে দিনই তাঁর সিবিআইয়ের দফতরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে ভর্তি হন তিনি৷

এসএসকেএম হাসপাতালে ১৬ দিন কাটিয়ে শুক্রবার ছাড়া পান অনুব্রত৷ তারপরই এল সিবিআইয়ের জোড়া নোটিস৷ প্রথম নোটিসে সিবিআই অনুব্রতকে শনিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ দেয়৷ কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিজাম প্যালেস পৌঁছননি বীরভূমের তৃণমূল নেতা৷

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #CBI, #Anubrata Mondal, #Modi Government

আরো দেখুন