গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৫২৭ জন, আশঙ্কা চতুর্থ ঢেউয়ের
করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অ্যাকটিভ কেসও বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৫২৭ জন। একদিনে দেশে করোনার বলি ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় দেড় হাজারের বেশি মানুষ।
দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ৯৫২ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ১৫ হাজার ৭৯টি। একদিনেই তা বেড়ে গিয়েছে প্রায় সাড়ে আটশো। দেশের কোভিড গ্রাফ আচমকা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কপালে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১৪৯৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৫৬ জন৷
মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ১৭ হাজার ৭২৪ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার।ইতিমধ্যেই দেশের ১৮৭ কোটি ৪৬ লক্ষ ৭২ হাজার ৫৩৬ জনকে টিকা দেওয়া হয়েছে। দিল্লিতে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আক্রান্ত ১০৪২ জন। কেরল ও হরিয়ানায় কোভিড আক্রান্ত হয়েছে যথাক্রমে ৩১৫ এবং ৩৮৫ জন।