খেলা বিভাগে ফিরে যান

ম্যাচের শেষ ওভারে নো-বলের দাবি নিয়ে ঝামেলা, আইপিএল থেকে দল তুলে নিতে চায় দিল্লি

April 23, 2022 | < 1 min read

শুধু আইপিএলেই নয়, আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হওয়া যে কোনও পর্যায়ের ক্রিকেটে অতি পরিচিত ঘটনা। তবে তাই বলে মাঠে নেমে কোনও দলের কোচিং স্টাফকে এভাবে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতে খুব কমই দেখা গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঠিক তেমনই ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।

ম্যাচের একেবারে শেষ ওভারে একটি নো-বলের দাবিকে কেন্দ্র করে ঝামেলা জুড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান দরকার ছিল দিল্লির। রোভম্যান পাওয়েল প্রথম তিনটি বলে পরপর তিনটি ছক্কা মারেন। তৃতীয় বলটি ছিল ফুলটস। দিল্লি শিবিরের মনে হয় ওবেদ ম্যাকয়ের বলটি ব্যাটসম্যানের কোমরের উচ্চতার উপরে ছিল। তাই তারা নো বলের দাবি জানাতে থাকে।

আম্পায়ার নীতিন মেনন বলটিকে আইনসিদ্ধ বলেই রায় দেন। ব্যাটসম্যান পাওয়েল প্রথমে তর্ক জোড়েন আম্পায়ারের সঙ্গে। পরে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে নেমে পড়েন। তিনিও আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান। ঠিক তখনই ডাগ-আউট থেকে ঋষভ পন্তকে দেখা যায় হাত নেড়ে ব্যাটসম্যানদের ডেকে নিতে। যদিও ব্যাটসম্যানরা মাঠ ছাড়েননি। শেষমেশ দিল্লিকে ম্যাচে হারের মুখ দেখতে হয়। পন্তের সঙ্গে জোস বাটলারকেও কথা বলতে দেখা যায় এই ঘটনার পরে।

যদিও এমন ঘটনা ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নজিরবিহীন নয়। এর আগে মহেন্দ্র সিং ধোনিকে ডাগ-আউট থেকে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতে দেখা গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL 2022, #No Ball, #Umpire, #Rajasthan Royals, #Delhi Capitals

আরো দেখুন