শতাব্দীতে রেল কতৃপক্ষের দেওয়া খবরের কাগজ নিয়ে কেন ক্ষোভ উগরে দিলেন যাত্রী?
ঘটনার সূত্রপাত সদ্য বেঙ্গালুরু-চেন্নাই শতাব্দী এক্সপ্রেসে। সেখানে একটি সংবাদপত্র বিতরণ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। জনৈক যাত্রী টুইটারে একটি পোস্ট করে প্রশ্ন তুলেছেন, যে কেন ‘আর্যাবর্ত এক্সপ্রেস’ নামে ওই বিশেষ সংবাদপত্র ভারতীয় রেলের তরফে ট্রেনে যাত্রীদের দেওয়া হবে? তাঁর অভিযোগ, এই সংবাদপত্র ‘নির্লজ্জভাবে প্রচারধর্মী’।
শতাব্দী এক্সপ্রেসের যাত্রী টুইটারে লেখেন, ‘ আজ সকালে, আমি ব্যাঙ্গালোর-শতাব্দী এক্সপ্রেসে চড়েছিলাম শুধুমাত্র প্রতিটি সিটে রাখা এই নির্লজ্জভাবে প্রচারমূলক এই প্রকাশনা-আর্যাবর্ত এক্সপ্রেস দ্বারা অভ্যর্থনা পাওয়ার জন্য। কোনও দিনও নাম শুনিনি। কীভাবে আইআরসিটিসি অফিশিয়ালরা এটি হতে দিচ্ছেন?’ এরপরই এর দায়িত্বে থাকা আইআরসিটিসির টিকিট ও ক্যাটেরিংয়ের সেক্টর জানিয়ে দেয় যে, তারা জানিয়েছে, নিউজ পেপার ভেন্ডরকে এভাবে সিটে এমন কাগজ পরবর্তী ক্ষেত্রে না রাখার জন্য কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আইআরসিটিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘সফরকালে নজরদারির জন্য যে কর্মীরা রয়েছেন, তাঁরা যেন কড়াভাবে বিষয়টিতে নজর রাখেন।’
তবে আইআরসিটিসির জবাবে সন্তুষ্ট নন ওই যাত্রী। তিনি পাল্টা টুইটে জানান, তাঁর সিটে সংবাদপত্রটি ‘ইনসার্ট’ করা ছিল না, বরং তা রাখা ছিল। তাঁর দাবি বাকিদের সিটেও সেটি রাখাই ছিল। এদিকে এই বিষয়টি সামনে আসার পর চেন্নাইয়ের ডিআরএম জানিয়েছে, গোটা পর্ব নিয়ে তদন্ত শুরু হয়েছে। একটি টুইটে বলা হয় ‘স্বীকতি বিহীন’ এক সংবাদপত্র ঘিরে বিতর্ক শুরু হয়, আর তা নিয়ে তদন্ত হচ্ছে। টুইটে বলা হয়েছে, ‘আমরা আশাবাদী যে এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হবে।’