রাজ্য বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নৃশংস ঘটনায় বিজেপি চুপ কেন? প্রশ্ন তৃণমূলের

April 23, 2022 | < 1 min read

প্রয়াগরাজের ঘটনায় সুর চড়াল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের একই পরিবারের পাঁচ জনকে খুন করার ঘটনায় বিজেপি কেন চুপ রয়েছে, সেই প্রশ্ন তুলল তারা ৷ দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার আইনের শাসন চালাচ্ছে ৷ সেখানে অন্য রাজ্যে প্রমাণ লোপাট করা হচ্ছে ৷ বাক-স্বাধীনতা হরণ করার চেষ্টা করা হয় ৷

চন্দ্রিমার অভিযোগ, রাজ্যে যখন বিজেপির সত্য অনুসন্ধানকারী দল এসেছিল, তখন তাদের কোনও রকম বাধা দেওয়া হয়নি ৷ কিন্তু, দিল্লিতে যখন তৃণমূলের প্রতিনিধি দল গেল, তখন তাদের বাধা দেওয়া হল ৷ এ থেকেই বোঝা যাচ্ছে, কী ভাবে অন্য রাজ্যগুলি মানুষের উপর অত্যাচার চালিয়ে আসছে ৷

তৃণমূলের তরফে এদিন জানানো হয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নৃশংস ঘটনা খতিয়ে দেখতে সেখানে দলের একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে ৷ তবে, কখন এবং কারা কারা সেই প্রতিনিধি দলে থাকবেন তা এখনও নিশ্চিত করা হয়নি ৷ দলীয় স্তরে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও এ দিন জানিয়েছেন দলীয় মুখপাত্র ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #tmc, #Chandrima Bhattacharya, #Prayagraj

আরো দেখুন