খেলা বিভাগে ফিরে যান

ফারদিনের জোড়া গোল, রাজস্থানকে ৩-০ হারিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা

April 24, 2022 | < 1 min read

রাজস্থানকে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে উঠে গেল বাংলা। রবিবার কেরলের কোট্টাপাড়ি স্টেডিয়ামে রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন দল রাজস্থানকে হারাল ৩-০ ব্যবধানে। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলা।

এ দিন ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাকে এগিয়ে দেন ফারদিন আলি মোল্লা। বক্সের মধ্যে দিলীপ ওঁরাওকে ফাউল করেছিলেন বিপক্ষের ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করেন ফারদিন। ৬০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলও তাঁর। বক্সের মধ্যে থেকে শট নিয়েছিলেন সুজিত সিংহ। সেই বল গোলরক্ষক বাঁচালে ফিরতি বল জালে জড়ান ফারদিন। তৃতীয় গোল এ দিনই বাংলার হয়ে অভিষেক হওয়া সুজিতের। বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের শটে গোল করেন।


ম্যাচের পর কোচ রঞ্জন বললেন, “এখনও কাজ শেষ হয়নি। আরও ম্যাচ বাকি। সেখানেও সাফল্য পেতে হবে। আজ মেয়ের জন্মদিন। সেই দিনে জয় পেয়ে দ্বিগুণ খুশি। বললেন, “যত কঠিন প্রতিপক্ষ আসুক, বাংলা এ ভাবেই খেলবে। ডিফেন্সে একটু সমস্যা রয়েছে। কিন্তু সামনে ক’দিন সময় পাচ্ছি। তার মধ্যে সেটাকে গুছিয়ে ফেলব। ছেলেদের যেটুকু শিখিয়েছি তাতে এটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিপক্ষ একটা সুযোগ পেলে বাংলা তিনটে সুযোগ পাবে।”

ম্যাচের সেরা ফারদিন বললেন, “দলের সবাই আমার পাশে থাকে বলেই এত ভাল খেলছি। পরের ম্যাচগুলোতেও এ ভাবেই খেলে যেতে চাই।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Santosh Trophy, #Bengal, #Rajasthan, #Football

আরো দেখুন