রাজ্য বিভাগে ফিরে যান

হাঁসখালি কাণ্ডে আরও তিনজনকে গ্রেপ্তার করল সিবিআই

April 24, 2022 | < 1 min read

হাঁসখালি কাণ্ডে গ্রেপ্তার আরও তিন। এবার তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল গয়ালির তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার এঁদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা। সূত্রের খবর, নির্যাতিতাকে দাহের সময় এই তিন জন ঘটনস্থলে উপস্থিত ছিলেন। তা ছাড়া ধর্ষণের পর নির্যাতিতাকে নিয়ে যাতে হাসপাতালে না যাওয়া হয়, সে জন্য পরিবারকে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারকে তাঁরা খুনের হুমকি দেন বলে অভিযোগ। এর আগে ওই কাণ্ডে ধৃতদের জেরা করেই এঁদের সন্ধান মিলেছে।

সিবিআই সূত্রে খবর, এই তিন যুবকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সিবিআই সূত্রে খবর, নির্যাতিতার পরিবারকে হুমকি, জোর করে দেহ পোড়ানো এবং তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগে অভিযুক্ত এই তিন জন। এঁদের বিরুদ্ধে হুমকি, খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, হাঁসখালির ঘটনায় এ নিয়ে মোট ছ’জন গ্রেপ্তার হল। তার মধ্যে সিবিআই গ্রেপ্তার করেছে চার জনকে।

হাঁসখালির ঘটনার পরে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে ব্রজ গয়ালিকে গ্রেপ্তার করে পুলিশ। ধরা হয় প্রভাকর পোদ্দার নামে আরও এক ব্যক্তিকে। সিবিআই এই মামলা হাতে নিয়ে প্রথমে গ্রেফতার করে রঞ্জিত মল্লিক নামে এক যুবককে। তার পরে এই তিন জনের গ্রেপ্তারি।
সব মিলিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত ধরে হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে নতুন নতুন তথ্য সামনে আসছে। উঠে আসছে একাধিক নতুন নাম।

শুভ্র বিশ্বাস নামে স্থানীয় এক যুবকের কথায়, ‘‘ব্রজর সঙ্গে এলাকায় দাদাগিরি থেকে শুরু করে তোলা তোলার মতো ঘটনাতেও এদের দেখা গিয়েছে।’’ তাঁর আরও দাবি, ব্রজ ও তার দলবল প্রায় প্রতি রাতেই মদের আসর বসাত। সন্ধে নামলেই শুরু হতো অন্ধকার গলিতে মাদক সেবন।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #Hanskhali Rape Case, #haskhali, #West Bengal

আরো দেখুন