দেশ বিভাগে ফিরে যান

বন্ধ কেন্দ্রের আর্থিক প্যাকেজ, ব্যালান্স শিট ঠিক করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকেই

April 24, 2022 | 2 min read

নিজেদের ব্যালান্স শিট ঠিক করতে হবে নিজেদেরই। বছর বছর কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে লাগাতার টাকা জুগিয়ে যাবে, এরকম চলতে পারে না। কীভাবে আর্থিকভাবে শক্তিশালী থাকা যায় এবং বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব, তার উপরই আরও বেশি করে জোর দিতে হবে। পাশাপাশি ডিজিটাল ব্যাঙ্ক স্থাপনের লক্ষ্যমাত্রা যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে। জুলাই মাসের মধ্যেই অন্তত ২৫ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করে বিভিন্ন জেলায় ডিজিটাল ব্যাঙ্ক নির্মাণ করতে হবে। শুক্রবার থেকে শুরু হওয়া দু’দিনের বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে এই মর্মেই কড়া নির্দেশিকা দিয়েছে অর্থমন্ত্রক। 

বাজেটেই ঘোষণা করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ইঙ্গিত দিয়েছিলেন এবার ধীরে ধীরে ডিজিটাল ব্যাঙ্কের সংখ্যা বাড়বে। অর্থাৎ কমবে ফিজিকাল ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নিয়ে অর্থমন্ত্রক দু’দিনের একটি মন্থন বৈঠক করেছে। সেখানেই ব্যাঙ্ক কর্তাদের বলা হয়েছে, বাজার থেকে কীভাবে আরও বেশি টাকা  সংগ্রহ করা যায় এবং ঋণপ্রদানের প্রক্রিয়াকে নতুন দিকে সম্প্রসারিত করা সম্ভব তা খতিয়ে দেখতে হবে। একইভাবে বলা হয়েছে, ব্যাঙ্কগুলিকে নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি যদি নিজেদের ব্যালান্স শিট নিজেরা শক্তিশালী করতে ব্যর্থ হয় তাহলে সরকার আর কোনও সহায়তা করবে না আগামী দিনে। এবং সেক্ষেত্রে বেসরকারিকরণের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ নিয়ম করে প্রতি বছর বাজেটের আগে ও পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য যে আর্থিক প্যাকেজ দেওয়া হয়েছে, এবার সেটি বন্ধ করে দেওয়ার পথে হাঁটবে কেন্দ্র। ব্যাঙ্ক ও সরকারের বৈঠকে সেরকমই আভাস দেওয়া হয়েছে। আরও বেশি করে গ্রাহকবান্ধব হতে হবে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হয় সংযুক্তিকরণ হবে বা বেসরকারিকরণ। এই সম্ভাবনা এড়াতে বাণিজ্যিক ব্যাঙ্কের সঙ্গে পাল্লা দেওয়ার একটাই রাস্তা, তা হল, অর্থসংগ্রহের নতুন দিশার সন্ধান করা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#banks, #India, #Modi, #financial package

আরো দেখুন