কলকাতা বিভাগে ফিরে যান

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন কবে? ধোঁয়াশায় কর্তৃপক্ষ

April 24, 2022 | < 1 min read

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী-পরিষেবা শিয়ালদহ পর্যন্ত সম্প্রসারিত করার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলেও উদ্বোধনের দিনক্ষণ এখনও অনিশ্চিত। কমিশনার অব রেলওয়ে সেফটির তরফে শর্তসাপেক্ষে ছাড়পত্র মিলেছে মার্চের তৃতীয় সপ্তাহে। সেই ছাড়পত্রের মেয়াদ তিন মাস। ফলে, আগামী জুন মাসের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন খুলে দেওয়া না হলে ফের কমিশনার অব রেলওয়ে সেফটির অনুমতি নিতে হবে।

উদ্বোধন ঠিক কবে হবে, তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষও ধোঁয়াশায়। এর আগে রেল বোর্ডকে মেট্রোর তরফে জানানো হয়েছিল, বাংলা নববর্ষই উদ্বোধনের কাঙ্ক্ষিত সময়। পাশাপাশি, সরাসরি প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের আগ্রহের কথাও জানানো হয়েছিল। এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন-পর্ব সামলেছিলেন তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গয়াল। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সম্প্রসারণের বিষয়টি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ঘটায় ভার্চুয়াল মাধ্যমে তার উদ্বোধন সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। এ বার এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর রাজ্যে আসার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তাঁর অফিস থেকে রেল বোর্ড বা মেট্রোকেও শুক্রবার রাত পর্যন্ত কিছু জানানো হয়নি বলে খবর। উদ্বোধনের সম্ভাব্য তারিখও বলতে পারছেন না মেট্রোর কর্তারা। ফলে, যাবতীয় পরিকাঠামো তৈরি থাকলেও শুধুমাত্র উদ্বোধনের নির্ঘণ্ট চূড়ান্ত না হওয়ায় আপাতত যাত্রী-পরিষেবা শুরুর বিষয়টিও পুরোপুরি ঝুলে রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #east west metro, #Sealdah Metro Station

আরো দেখুন