কলকাতা বিভাগে ফিরে যান

হঠাৎই শহরে বাড়ছে হৃদরোগীর সংখ্যা, উদ্বিগ্ন চিকিৎসক মহল

April 24, 2022 | 2 min read

 হঠাৎই শহরে বাড়ছে হার্ট অ্যাটাক। বিভিন্ন ইমার্জেন্সিতে ‘অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন’ বা এএমআই নিয়ে আসা আশঙ্কাজনক রোগীর সংখ্যা বাড়ছে। গত ১-২ মাসের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সল্টলেক ও খাস কলকাতা দুই জায়গাতেই হার্ট অ্যাটাকের রোগী বাড়ছে। সল্টলেক মহকুমা হাসপাতাল সূত্রের খবর, আগে যেখানে সপ্তাহে ১-২ জন হার্ট অ্যাটাকের রোগী আসতেন  ইমার্জেন্সিতে, সেখানে গত এক সপ্তাহ ধরে কমবেশি রোজ একজন হার্ট অ্যাটাকের রোগী ইমার্জেন্সিতে এসেছেন। শহরের এক বড় কর্পোরেট হাসপাতাল গোষ্ঠী সূত্রের খবর, তাদের সল্টলেক, ঢাকুরিয়া এবং মুকুন্দপুর—তিন হাসপাতাল মিলিয়ে গড়ে ১৮-১৯ শতাংশ হার্ট অ্যাটাক রোগী বেড়েছে শুধুমাত্র গত এক মাসেই। বাইপাস লাগোয়া একটি প্রথমসারির হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর জানালেন, হার্ট অ্যাটাক বাড়ছে। অ্যাঞ্জিওগ্রাম ও প্রাণ বাঁচাতে জরুরি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি দুই বেড়েছে। 

কিন্তু এই আচমকা হার্ট অ্যাটাক বেড়ে যাওয়া কি কোভিড পরবর্তী ফলাফল? নাকি অন্য কোনও রহস্য আছে? পিজি হাসপাতালের কার্ডিওলজি’র প্রধান ডাঃ শঙ্করচন্দ্র মণ্ডল বলেন, গত দু’মাসে হার্টের আশঙ্কাজনক রোগীদের সংখ্যা বেড়েছে। হঠাৎ নাড়ির গতি বেড়ে যাওয়া, হার্টের ছন্দপতন বা অ্যারিদমিয়া, হার্টের দেওয়ালের মাংসপেশির সমস্যা বা এলভি ডিসফাংশন বাড়ছে। বহু রোগী পাচ্ছি। ইতিহাস নিয়ে জানতে পেরেছি অধিকাংশেরই একবার না একবার কোভিড হয়ে গিয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবদত্ত ভট্টাচার্য বলেন, আমাদের  উপলব্ধি হল, ওমিক্রনে মৃত্যুহার কম হলেও, শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে। সেকারণেও হতে পারে। সল্টলেক মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার ৫৭ বছর বয়সি এক ব্যক্তি হার্ট অ্যাটাক নিয়ে ইমার্জেন্সিতে আসেন। মঙ্গলবার আসেন দু’জন। একজন হার্ট ব্লক ও অন্যজন ইসিজি রিপোর্টে বড়সড় সমস্যা নিয়ে। দু’জনের মধ্যে একজনের বয়স ছিল মাত্র ৪৫। বৃহস্পতিবার আবার ৪৯ বছরের এক ব্যক্তি ইমার্জেন্সিতে আসেন হার্ট অ্যাটাক নিয়ে। ওইদিনই ৬০ বছরের এক ব্যক্তি ট্রপ টি পজিটিভ নিয়ে আসেন হাসপাতালের জরুরি বিভাগে। শুক্রবারও হার্ট অ্যাটাক রোগীদের আসা জারি ছিল। ওইদিন এসেছিলেন ৭২-৭৩ বছরের এক মহিলা। তাঁর ছিল হার্টের ছন্দপতনের সমস্যা। 

উল্লেখযোগ্য বিষয় হল, একের পর এক হার্টের রোগীদের যে সকলের কোভিড ছিল, এমনটা নয়। একজনের কিছুদিন আগে মেরুদণ্ডের অপারেশন হয়েছিল। আরেকজনের হয়েছিল বা‌ইপাস সার্জারি। তাই হঠাৎ বেড়ে যাওয়া হার্ট অ্যাটাকের পিছনে কি শুধু কোভিড নাকি রয়েছে অন্য রহস্য, জানতে সরকারিস্তরে দ্রুত সমীক্ষা করা প্রয়োজন—মনে করছেন সিনিয়র ডাক্তারবাবুরাই।  

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Heartattack

আরো দেখুন