টিআরপিতে দুই নম্বরে, তবুও বন্ধ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’? শোরগোল টলিপাড়ায়
টেলিপাড়ায় শোরগোল, ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ নাকি বন্ধ হতে চলেছে খুব শিগগিরিই। মাত্র পাঁচ দিন সম্প্রচারিত হয়েই রেটিং চার্টে দ্বিতীয় স্থানে এই ধারাবাহিক। তার পরেও কেন দু’মাস সম্প্রচারিত হওয়ার পরেই বন্ধ হয়ে যাচ্ছে সেটি? ছোট পর্দার দুনিয়ায় কোনও সদুত্তর নেই। হাওয়ায় ভাসছে দুটো সম্ভাব্য উত্তর। এক, মে মাসের গোড়াতেই আসছে নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’। সুশান্ত দাসের এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সুস্মিতা দে ওরফে ‘অপরাজিতা অপু’। দুই, এ ছাড়াও নতুন ধারাবাহিকে জুটি বেঁধে আসছেন তিয়াসা রায়, সায়ন কর্মকার। ক্রমাগত নতুন ধারাবাহিকের চাপেই নাকি কোপ পড়তে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’র উপরে।
পুরোটাই রটনা নাকি তার পিছনে ঘটনাও আছে? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ধারাবাহিকের প্রযোজক এসভিএফের সঙ্গে। সংস্থার পক্ষ থেকে অদিতি রায় কথা বলেন। জানান, পুরোটাই ভুয়ো খবর। ধারাবাহিক বন্ধ হওয়ার কোনও সম্ভাবনাই নেই। স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের কানেও পৌঁছেছে রটনা। তাঁরাও একই কথা বলছেন বা বলবেন। এর আগে স্টার জলসায় সংস্থার অন্যতম প্রযোজনা ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ও দর্শকদের প্রশংসা পেয়েছিল।
সংবাদ মাধ্যম যোগাযোগ করে ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রূপাঞ্জনা মিত্রের সঙ্গেও। রূপাঞ্জনা এখানে দাপুটে ব্যবসায়ী লাবণ্য সেনগুপ্ত। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনিও। রূপাঞ্জনার কথায়, ‘‘পুরোটাই রটনা। সম্ভবত অসূয়া এর অন্যতম কারণ। অনেকেই সাত দিন ধারাবাহিক দেখিয়েও রেটিং চার্টে জায়গা করে নিতে পারছেন না। সেখানে ‘অনুরাগের ছোঁয়া’ মাত্র পাঁচ দিন দেখিয়ে দ্বিতীয় স্থানে!’’ অভিনেত্রীর আরও দাবি, ধারাবাহিকে নিজের কাজ উপভোগ করছেন তিনি। একই সঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’ যথেষ্ট জনপ্রিয় দর্শকমহলেও। খ্যাতি থাকলে বিড়ম্বনাও থাকবে। সম্ভবত সেই গেড়োতেই আটকেছে প্রথম সারির প্রযোজনা সংস্থার ধারাবাহিকটিও।