মিথ্যা বলছেন জুট কমিশনার! জল্পনা বাড়িয়ে সুর চড়ালেন অর্জুন
ভারতের জুট কমিশনার মিথ্যা বলছেন। এমনই গুরুতর অভিযোগ আনলেন বিজেপির সাংসদ অর্জুন সিংহ। বাংলার পাট শিল্পের উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনার বসতে রাজি বলেই জানিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। বিজেপির সাংসদ হয়েও তিনি মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। এবার ভারতের জুট কমিশনারের বিরুদ্ধে ফের বিস্ফোরক হলেন তিনি।
আট দফা অভিযোগ এনে জুট কমিশনারের ‘মিথ্যাচারের’পর্দা ফাঁস করলেন বিজেপির এই বেসুরো সাংসদ। অর্জুনের অভিযোগ, জুট কমিশনার নিজের ভিত্তিহীন যুক্তিগুলোকে সত্য প্রমান করতে অসম্পূর্ণ এবং আংশিক ছবি প্রতিভাত করছেন। তিনি সত্যের অপলাপ করছেন। আসল চিত্র প্রকাশ্যে আসতে দিচ্ছেন না।
অর্জুনের দাবি, কাঁচা পাটের মূল্য কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬/১১/২১ এবং ৬/১২/২১ তারিখে রাজ্য সরকার প্রতিবাদ করেছে। ২০২১ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ২৬/১১/২১ তারিখের বৈঠকে জুট কমিশনার নিজেও উপস্থিত ছিলেন, এখন তিনি মিথ্যে বলছেন, এমনটাই দাবি সাংসদের।
অর্জুন সিংহ আরও বলেন, কাঁচা পাটের দাম ৬,০০০ টাকা প্রতি কুইন্টাল রাখতে সম্মত হয়েছে রাজ্য সরকার, জুট কমিশনারের এই দাবি মিথ্যে। এই সম্মতি সাময়িক ছিল। কারণ আম্পানের কারণে তখন দাম ৯,০০০ টাকা প্রতি কুইন্টাল হয়ে গেছিল। সেই সময় প্রায় ৬০ হাজার হেক্টর পাট চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছিল।
কিন্তু চলতি মরশুমে কাঁচা পাটের মূল্য সম্পূর্ণ আলাদা। এই বছর ফলনও অনেক হয়েছে, তা সত্ত্বেও জুট কমিশনার প্রতি কুইন্টালের মূল্য ৬,৫০০ টাকা রেখেছেন। তিনি এই বিষয়েও একটি মিথ্যে কারণ দেখিয়েছেন যে ৫,৭০০ টাকা কুইন্টাল থেকে পাটের দাম সামান্য বেড়ে ৬,৮০০ টাকা প্রতি কুইন্টাল হয়েছে। জুট কমিশনার আসল সত্যও গোপন করেছেন যে, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে কাঁচা পাটের মূল্য কম হওয়ার দরুন, সঠিক মূল্য না পেয়ে ১৪ টি পাটকল বন্ধ হয়ে গিয়েছে। ৬০,০০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
অর্জুনের আরও দাবি, জুট কমিশনার পাট শিল্পের সঙ্গে প্রতারণা করেছেন, তিনটি হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন। জুট কমিশনার নিজেই পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ও কৃষকদের জীবন ও ভবিষ্যত শেষ করে দিচ্ছেন।
স্বভাবতই খোদ বিজেপির সাংসদ সওয়াল এই ঘটনায় মুখ পুড়েছে বিজেপি সরকারের। অর্জুন সিংহের দলবদলের জল্পনাও জোরদার হচ্ছে।