রামনবমী-হনুমান জয়ন্তীতে হিংসার ঘটনা, তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
রামনবমী এবং হনুমান জয়ন্তীতে (Hanuman Jayanti) দেশের একাধিক রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, “এমন কিছু চাইবেন না, যেটা আমরা দিতে পারি না।”
মধ্যপ্রদেশ, দিল্লি, রাজস্থান, গুজরাটের মতো রাজ্যগুলিতে রামনবমী (Ram Navami) এবং হনুমান জয়ন্তীর দিন রীতিমতো হিংসার খবর প্রকাশ্যে এসেছে। আরও চমকপ্রদ অভিযোগ হল, কোনওরকম বিচার-বিবেচনায় না গিয়ে বুলডোজার দিয়ে বিচারব্যবস্থা চালাচ্ছে এই রাজ্যগুলির সরকার। এ নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতির তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী বিশাল তিওয়ারি। তাঁর দাবি ছিল, এই ধরনের বুলডোজার বিচারব্যবস্থা বিদ্বেষমূলক এবং ভারতের মতো গণতান্ত্রিক দেশে আইনের শাসনের পরিপন্থী। কিন্তু শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিল।
বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বি আর গভইয়ের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এই মামলা খারিজ করা হচ্ছে। ডিভিশন বেঞ্চের বক্তব্য,”আপনি চাইছেন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত হোক। কেউ কি এখন স্বাধীন? কী ধরনের স্বস্তি চাইছেন? এমন কিছু চাইবেন না, যেটা আদালতের পক্ষে দেওয়া সম্ভব নয়।” বলতে গেলে সুপ্রিম কোর্ট কার্যত স্বীকারই করে নিল এই ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া তাঁদের পক্ষেও সম্ভব নয়।
প্রসঙ্গত, রামনবমীর হিংসা এবং তারপর যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলি ‘বুলডোজার বিচারব্যবস্থা চালু করেছে, তা নিয়ে সরব বিরোধীরাও। বিরোধীদের অভিযোগ, বিজেপি (BJP) শাসিত রাজ্য সরকারগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘুদের টার্গেট করছে। কোনওরকম বিচার ছাড়াই সংখ্যালঘুদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। বিশাল তিওয়ারি নামের ওই আইনজীবী মূলত এই অভিযোগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আদালতও তাঁকে স্বস্তি দিতে পারল না।