গরমের ছুটি কি এগিয়ে আসবে? যা বললেন শিক্ষামন্ত্রী
ব্রাত্য জানান, গরমের ছুটি নিয়ে এগিয়ে আনা হবে, তা বিবেচনা করা হবে। পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হচ্ছে পুরো বিষয়টি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ইন্ডিয়া টিভি)
ব্রাত্য জানান, সোমবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। বৃষ্টির সম্ভাবনা আছে। তাই সোমবার এবং মঙ্গলবারের পরিস্থিতি দেখে গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত নিতে চান বলে জানান ব্রাত্য। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
ব্রাত্য: যদি প্রয়োজন বুঝি, তাহলে গরমের ছুটি এগিয়ে আনা হবে। কিন্তু মাথায় রাখতে হবে, মহামারীর কারণে দু’বছর স্কুল বন্ধ ছিল। পুরো সিস্টেমটাই যখন নড়েচড়ে বসেছে এবং ছেলেমেয়েদের স্বাভাবিক পাঠ্যাভ্যাস ফিরে আসছে, সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
সোমবার থেকে রাজ্যে প্রবল তাপপ্রবাহ শুরু হয়েছে। গরমে রীতিমতো অবস্থা খারাপ রাজ্যবাসীর। সেই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলগুলিকে সকালে ক্লাস করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। যে স্কুলগুলি সকালে ক্লাস করতে পারবে না, সেগুলি বেলায় ক্লাস করতে পারবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে স্কুলগুলিকে আলোচনার পরামর্শও দিয়েছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)