রাজ্য বিভাগে ফিরে যান

১০০ কেজি মাশরুম চাষ! তাকে লাগলেন ডায়মন্ড হারবারের স্বনির্ভর মহিলারা

April 26, 2022 | < 1 min read

 মাশরুম চাষ করে সফল ডায়মন্ডহারবার ১ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অনেকে তা বাজারে বিক্রি করে লক্ষ্মীলাভ করেছেন বলে জানা গিয়েছে। কৃষিদপ্তরের ‘আতমা’ প্রকল্পের মাধ্যমে এই কাজ করেছেন ব্লকের ১০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জানা গিয়েছে, প্রতি গোষ্ঠীকে ১০ কেজি করে দানা দেওয়া হয়েছিল। কীভাবে এই চাষ করতে হয়, তার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয় তাঁদের। এরপর নির্দিষ্ট সময় ধরে নিজেদের ঘরে চলে চাষ। মাস দু-তিনেক পর উৎপাদন শুরু হয়। এখনও পর্যন্ত প্রায় ১০০ কেজির মতো মাশরুম বিক্রি করা সম্ভব হয়েছে বলে খবর। প্রতি কেজি ১০০-১৫০ টাকা করে মহিলারা তা স্থানীয় বাজারে বিক্রি করেছেন বলে জানিয়েছে ব্লক প্রশাসন। এখনও কিছু গোষ্ঠীর উৎপাদন বাকি রয়েছে। আগামী দিনে আরও কেউ ইচ্ছুক হলে, তাদেরকেও এই মাশরুমের দানা দেওয়া হবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবার ১-এর বিডিও মিলনতীর্থ সামন্ত। তবে মাশরুম চাষ এর আগে অন্য কয়েকটি ব্লকেও হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবারই দেখা গিয়েছে, এর মাধ্যমে মহিলাদের বাড়তি আয় হচ্ছে। তাই এই প্রকল্প অন্যান্য ব্লকেও ছড়িয়ে দিতে উদ্যোগী জেলা কৃষিবিভাগ।  এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#swanirbhar goshti, #mushrooms, #Diamond Harbour

আরো দেখুন