দেশ বিভাগে ফিরে যান

দেশে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯২৭ জন

April 27, 2022 | < 1 min read

দেশে করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৭ জন। এর মধ্যে শুধু দিল্লিতেই আক্রান্ত হয়েছেন ১২০০ জনের বেশি।  দেশে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার ৪৯৬-এ। বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ১৬ হাজার ২৭৯।

গতকালের মৃতের পরিসংখ্যান দেশবাসীর উদ্বেগ বাড়ালেও স্বস্তি দিয়েছে বুধবারের পরিসংখ্যান। মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৫৪ জনের।

সংক্রমণ নিয়ে দুশ্চিন্তার মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২২৫২ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৫৬৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭৫ শতাংশ।  ইতিমধ্যেই দেশের ১৮৮ কোটি ১৯ লক্ষেরও বেশি জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশের এই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বেলা ১২ টায় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। নবান্ন সূত্রে খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যোগ দিতে পারেন ওই বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Corona pandemic, #Covid Update, #India Fights Corona

আরো দেখুন