খেলা বিভাগে ফিরে যান

রাহুল তেওয়াটিয়ার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে গুজরাত টাইটানস ৫ উইকেটে হারাল হায়দ্রাবাদকে

April 27, 2022 | < 1 min read

রশিদ খান দিলেন ৪৫ রান! চার ওভার বল করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি উইকেট নিতে পারেননি আফগানিস্তানের স্পিনার। তাঁর পুরনো দলের বিরুদ্ধে একে বারেই ব্যর্থ রশিদ। অভিষেক শর্মা এবং এডেন মার্করাম যদিও কাউকেই রেয়াদ করেননি। লকি ফার্গুসন চার ওভারে দিয়েছেন ৫২ রান। শুরুটা যদিও এমন ছিল না। মহম্মদ শামি শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন কেন উইলিয়ামসন এবং রাহুল ত্রিপাঠীকে। কিন্তু সেখান থেকেই ৯৬ রানের জুটি গড়েন অভিষেক এবং মার্করাম।

হায়দ্রাবাদের দুই ব্যাটার মিলে প্রচুর রান তুললেও বাকি ব্যাটারদের থেকে সেই ভাবে সাহায্য না পাওয়ায় ১৭০ রানের মধ্যেই তাদের আটকে ফেলা সম্ভব মনে করছিল গুজরাত টাইটান্স। কিন্তু সেই আশায় জল ঢাললেন শশাঙ্ক সিংহ। খেললেন ছ’টি বল। করলেন ২৫ রান। তিনটি ছয় এবং একটি চার মারেন তিনি। গুজরাতের বোলারদের মধ্যে সফল শামি। ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন যশ দয়াল এবং আলজারি জোসেফ।

ব্যাট করতে নেমে শুরু থেকেই ১০ রান প্রতি ওভার লক্ষ্য মাথায় নিয়ে খেলছিলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। কিন্তু উমরান মালিকের গতির সামনে পরাস্ত হতে হয় শুভমনকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #sunrisers hyderabad, #Gujarat Titans

আরো দেখুন