কলকাতা বিভাগে ফিরে যান

অরুনলাল-বুলবুল সারলেন গায়ে হলুদ, দেখুন নবদম্পতির বিশেষ মুহূর্ত

April 27, 2022 | 2 min read

বিয়ে করেছেন বাংলার কোচ অরুণ লাল। ৬৬ বছর বয়সের অরুণলালের ৩৭ বছরের স্ত্রীকে নিয়ে চর্চার শেষ নেই। অরুণলাল যাঁকে বিয়ে করছেন, তাঁর নাম বুলবুল সাহা।  প্রাক্তন ক্রিকেটার অরুণলালকে সবাই চেনে। কিন্তু বুলবুল সাহা কে? অরুণলালের আগের পক্ষের স্ত্রী হাসি মুখেই মেনে নিয়েছেন এই বিয়েকে।

ইতিমধ্যেই গায়ে হলুদ হয়ে গিয়েছে। ২মে সাতপাকে বাঁধা পড়ছেন বুলবুল।

অরুণলালের স্ত্রী বুলবুল সাহা পেশায় স্কুল শিক্ষিকা। গত ৬ বছর ধরে শিয়ালদহের এক বেসরকারি স্কুলে পড়াচ্ছেন। 

৩৭ বছর বয়সী বুলবুল সাহা জানিয়েছেন,  প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর পারিবারিক বন্ধু। সৌরভ তাঁর এবং অরুণলালের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদেই বছর দুয়েক আগে ফার্মহাউসে উনি এসে খুব ভাল সম্পর্ক ওঁর সঙ্গে। 

কী ভাবে আলাপ অরুণলালের সঙ্গে? আগামী ২ মে ধর্মতলা চত্বরের এক অভিজাত হোটেলে বসছে বিয়ের আসর।  অরুণলাল ওপেন রিলেশনশিপে ছিলেন বুলবুলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ঘটা করে না জানালেও কোনওদিন লুকিয়ে রাখেননি সম্পর্ককে। গত মাসে তাঁরা এনগেজমেন্ট সারেন। বুলবুল জানান, আগে থেকেই অরুণকে চিনতেন। তবে এক কমন ফ্রেন্ডের পার্টিতে গিয়ে আলাপ হয়েছিল। অরুণলালের পরিবার সূত্রে খবর, তাঁর প্রথম স্ত্রী অসুস্থ রীনার অনুমতি নিয়েই বুলবুলের সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন তিনি। এমনকী দু’জন মিলে রীনা দেবীর সেবাও করবেন বলে জানান বুলবুল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#marriage, #arunlal, #bukbul saha

আরো দেখুন